জননেতা ইকবাল চৌধুরীর মৃত্যুতে দৈনিক সিলেটের দিনকাল প্রত্রিকার সম্পাদক ও প্রকাশক পলাশের শোক

প্রকাশিত: ১:৩১ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২২

জননেতা ইকবাল চৌধুরীর মৃত্যুতে দৈনিক সিলেটের দিনকাল প্রত্রিকার সম্পাদক ও প্রকাশক পলাশের শোক

নিজস্ব প্রতিবেদক

গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী আর নেই।ইন্নালিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন। উনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামীলীগ, সিলেট জেলা কার্যনির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও দৈনিক সিলেটের দিনকাল প্রত্রিকার সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব মস্তাক আহমদ পলাশ।।

বাংলাদেশ আওয়ামীলীগ, সিলেট জেলা কার্যনির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মস্তাক আহমদ পলাশ বলেন, বর্ষীয়ান জননেতা ইকবাল ভাইয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

প্রসঙ্গত,গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী আর নেই (ইন্নালিল্লাহি…রাজিউন)।

শনিবার (২৯ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২ টায় নগরীর বেসরকারি হাসপাতাল মাউন্ট এডোরায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তাঁর বয়স ছিলো ৯০ বছর। অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী ২ ছেলে সন্তানের জনক ছিলেন। তারাও মারা গেছেন। তাঁর স্ত্রীও পৃথিবী ছেড়ে চলে গেছেন অনেক আগে। বর্তমানে ইকবাল আহমদ চৌধুরীর দুই পুত্রবধূ এবং দুই ছেলের দুই সন্তান রয়েছেন। এছাড়া তিনি আত্মীয়-স্বজন, রাজনৈতিক কর্মী-সমর্থক ও শুভাকাঙ্ক্ষিসহ অগণিত গুনগাহী রেখে গেছেন।

ইকবাল আহমদ চৌধুরী দীর্ঘদিন ধরে বাধ্যর্ক জনিত, কিডনি রোগসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। তাঁর শারিরীক অবস্থা অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তী করা হয়েছিল।

প্রসঙ্গত, সিলেট আওয়ামী লীগ তথা গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ বর্ষিয়ান এই রাজনীতিবিদ সারাজীবন নিজেকে জনগণের কল্যাণে নিয়োজিত রেখেছেন। তাঁর মৃত্যুতে সিলেট আওয়ামী লীগে অফুরন্ত ক্ষতি হয়েছে।

ফেসবুকে সিলেটের দিনকাল