সিলেট ৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২০
স্পোর্টস ডেস্ক
সোমবার (২ নভেম্বর) ৫৫ বছরে পা রেখেছেন বলিউড বাদশা শাহরুখ খান। ১৯৬৫ সালের আজকের এই দিনে নয়াদিল্লির এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি।
পরিবারকে নিয়ে দুবাই ভ্রমণে রয়েছেন এখন শাহরুখ। জন্মদিনটাও পালন করেছেন সেখানেই।
তবে সোশ্যালমিডিয়ায় জন্মদিনে কোটি ভক্তদের ভালোবাসা ও শুভেচ্ছায় সিক্ত হয়েছেন তিনি। আমির খান, সালমান খান, মাধুরী, দীপিকা, কারিনা থেকে শুরু করে বলিউডের নতুন তারকারাও শাহরুখকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
তবে স্বদেশি তারকাদের শুভেচ্ছাবার্তাগুলোর চেয়েও বিশেষ ছিল জার্মান জাতীয় দলের ফুটবল তারকা মেসুত ওজিলের পক্ষ থেকে জানানো শুভেচ্ছা।
গত ২ নভেম্বর নিজের ইনস্টাগ্রাম আইডি থেকে শাহরুখের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করেন ওজিল।
ছবিতে দেখা যায়, শাহরুখের হাতে ওজিল তার আর্সেনালের একটি জার্সি তুলে দিচ্ছেন।
ছবিটির ক্যাপশনে ওজিল লিখেছেন, ‘শুভ জন্মদিন শাহরুখ’।
অবশ্য ওজিলের এই শুভেচ্ছাবার্তায় আনন্দিত হলেও অবাক হওয়ার মতো কিছু দেখছেন না শাহরুখভক্তরা।
কারণ তারা জানেন, জার্মানের হয়ে বিশ্বকাপজয়ী এই তারকা শাহরুখ খানের একজন পাড়ভক্ত। এর আগেও শাহরুখের প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করেছেন ওজিল। এবারও সেই ভালোবাসা প্রকাশে কার্পণ্য করেননি।
শাহরুখকে জার্সি উপহারের বিষয়ে জানা গেছে, গত বছর আর্সেনাল এবং নিউক্যাসেলের মধ্যকার একটি ম্যাচ দেখতে লন্ডন গিয়েছিলেন শাহরুখ। ম্যাচ শেষেই সেই ছবিটি তোলা হয়।
What a lovely evening @Arsenal congratulations. Thx @MesutOzil1088 & #AmineGulse for your warmth love & hospitality. See u guys soon in India. pic.twitter.com/4rtBJXZ5uW
— Shah Rukh Khan (@iamsrk) April 1, 2019
প্রসঙ্গত, বলিউডে শাহরুখ খানের অভিষেক হয় ১৯৯২ সালে ‘দিওয়ানা’ সিনেমার মাধ্যমে। প্রথম সিনেমাতেই অর্জন করেন সেরা নবাগত অভিনেতা হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার। এ ছাড়া বলিউডে অনেক দর্শকপ্রিয় ছবি উপাহর দিয়েছেন তিনি। করোনার কারণে দীর্ঘদিন সিনেমা উপহার দিতে পারছেন না শাহরুখ। তবে চলতি মাসেই ‘পাঠান’ সিনেমা দিয়ে শুটিং সেটে ফেরার কথা রয়েছে তার। প্রায় বছর দুই পর আবারো সিনেমায় ফিরছেন তিনি।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by ওয়েব নেষ্ট বিডি