জরিমানা গুণল জুতা কোম্পানি লট্ট

প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০১৯

জরিমানা গুণল জুতা কোম্পানি লট্ট

ক্রেতার অভিযোগের ভিত্তিতে মৌলভীবাজার শহরের লট্ট ব্র্যান্ডের একটি আউটলেটে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় মৌলভীবাজার শহরের জুতার ব্র্যান্ড লট্ট কোম্পানিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (২৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে শহরের এম সাইফুর রহমান সড়কে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন এ রায় দেন।

এ ব্যাপারে ক্রেতা মো. মুজিবুর রহমান বলেন, গত ২৯ সেপ্টেম্বর আমি এক জোড়া জুতা কিনে নেই। কিন্তু এর দুই দিন পরই সেটি নষ্ট হয়ে যায়। পরে এ ব্যাপারে আমি একটি অভিযোগ দায়ের করি ভোক্তা অধিদপ্তরে। পরে বুধবার ভোক্তা অধিদপ্তর অভিযান চালিয়ে লট কোম্পানিকে ৪০ হাজার টাকা জরিমানা করে।

মৌলভীবাজার প্রতিনিধি