জাগপা’র নতুন সভাপতি লুৎফর ও সাধারণ সম্পাদক শাহাদাত

প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২০

জাগপা’র নতুন সভাপতি লুৎফর ও সাধারণ সম্পাদক শাহাদাত

সিলেটের দিনকাল ডেস্ক:
২০ দলীয় জোটের অন্যতম শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা’র কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারী) জাতীয় প্রেসক্লাবেরআব্দুস সালাম হলে জাগপার জাতীয় কাউন্সিল অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়। সম্মেলনে দলের সদস্য সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমানকে সভাপতি ও এস এম শাহাদাতকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য প্রেসিডিয়াম কমিটি ঘোষনা করা হয়।

সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া অন্যান্য প্রেসিডিয়াম সদস্যরা হলেন খন্দকার আবিদুর রহমান, আ স ম মিসবাহউদ্দিন, রাকিব উদ্দিন চৌধুরী মুন্না, মাষ্টার এম এ ওয়াদুদ, প্রিন্সিপাল কামরুল ইসলাম সোনা, ইয়াহ হিয়া ববী, ইঞ্জিনিয়ার হাসিনুজ্জামান, ইঞ্জিনিয়ার আশরাফ হোসেন।নতুন সভাপতি খন্দকার লুৎফর রহমান গণমাধ্যমকে জানান, শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। জাগপা’র ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার আবিদুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপি’র যুগ্ম মহাসচিব এডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বাংলাদেশ লেবার পার্টি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল