জাতির এই দুর্দিনে ফেঞ্চুগঞ্জবাসীর পাশে থাকবে ছাত্রলীগ : এ এম ফারহান সাদিক

প্রকাশিত: ৯:৫৮ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২০

জাতির এই দুর্দিনে ফেঞ্চুগঞ্জবাসীর পাশে থাকবে ছাত্রলীগ : এ এম ফারহান সাদিক
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশ ছাত্রলীগ ফেঞ্চুগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক এ এম ফারহান সাদিক বলেছেন- করোনা ভাইরাস একটি জাতীয় মহামারী সংকট। আজ যখন পুরো বিশ্ব থমথমে তখন আমরাও এই ভাইরাসের সংক্রমণ রোধে কাজ করে যাচ্ছি। আমাদের সচেতনতা ও আইনি প্রক্রিয়া মেনে চলা উচিৎ। বিশেষ করে ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সকল নেতাকর্মী সাধারণ জনগণের পাশে থাকবে। যাদের ঘরে এখনো খাদ্য পৌছায়নি আপনারা আমাদের অবগত করবেন। আমরা ব্যক্তিগত তহবিল থেকে হলেও আপনাদের পাশে থাকব। মঙ্গলবার সন্ধ্যায় দৈনিক সিলেটের দিনকালের ধারাবাহিক আয়োজন “কোবিড-১৯ ও আমাদের করণীয়” শীর্ষক লাইভ অনুষ্ঠানে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরও বলেন- ছাত্রলীগ সবসময় মানুষের পাশে আছে এবং আগামী দিনগুলোতে থাকবে। অনুষ্ঠানে উপস্থাপনায় ছিলেন দৈনিক সিলেটের দিনকালের ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল