জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান স্যারের মৃত্যুতে সুলতান মনসুরের শোক

প্রকাশিত: ১১:৪৭ অপরাহ্ণ, মে ১৪, ২০২০

জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান স্যারের মৃত্যুতে সুলতান মনসুরের শোক
দেশের বরেণ্য শিক্ষাবিদ, লেখক ও গবেষক, ভাষাসংগ্রামী, মহান মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ অংশগ্রহণকারী, মহান সংবিধানের বাংলা অনুবাদক ও বঙ্গবন্ধুর অন্যতম থিংক ট্যাংক, সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান সাহেবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, ছাত্রলীগের সাবেক সভাপতি, ডাকসুর সাবেক ভিপি, জাতীয় সংসদ সদস্য ও জাতীয় নেতা সুলতান মুহাম্মদ মনসুর আহমদ। এক শোক বার্তায় তিনি বলেন আনিসুজ্জামান স্যার আমাকে স্নেহ করতেন। আমার ডাকসু নির্বাচনে পরোক্ষ ভাবে পরামর্শ দিয়ে সাহায্য করেছিলেন। এদেশের জন্য তার ভুমিকা অন্যদের জন্য উদাহারণ হয়ে থাকবে।তিনি মরহুমের রুহের মাগফেরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।