১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৪ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২১
কানাইঘাট প্রতিনিধিঃ ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ (বর্ডারগার্ড) বিজিবি সিলেট সেক্টরের অধিনস্থ জকিগঞ্জ ১৯ ব্যাটালিয়ানের উদ্যোগে কানাইঘাট লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সুরইঘাট এলাকায় গরিব ও দুঃস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরন করা হয়েছে। গতকাল রবিবার সকাল সাড়ে ১১টায় সুরইঘাট বিজিবি ক্যাম্পের সার্বিক তথ্যাবধানে শোক দিবস উপলক্ষ্যে অর্ধ শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করেন বিজিবি’র জকিগঞ্জ ১৯ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফট্যানেল কর্নেল সুহেল আহমদ পিএসসি। খাদ্য সামগ্রী বিতরন কালে গণ মাধ্যম কর্মীদের তিনি বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকী ও শোক দিবস উপলক্ষ্যে ১৯ ব্যাটালিয়ান বিজিবি নিজস্ব অর্থায়নে দুঃস্থদের মধ্যে আমাদের সাধ্য অনুযায়ী খাদ্য সামগ্রী বিতরন করেছি। বিজিবি সীমান্ত এলাকার নিরাপত্তার দায়িত্ব পালনের পাশাপাশি চোরাচালান প্রতিরোধ সহ দেশের যে কোন দূর্যোগ সময়ে জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে। স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে একটি দেশ উপহার দিয়েছেন। তার আদর্শকে লালন করে শোককে শক্তিতে পরিণত করে সবাইকে দেশের জন্য কাজ করার আহ্বান করেন লেফট্যানেল কর্নেল সুহেল আহমদ। এ সময় উপস্থিত ছিলেন বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়ানের সহকারী পরিচালক মনছুর আলী সহ বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, চিনি, ভৈজ্য তেল সহ প্রতিটি প্যাকেটে ছিল সাড়ে কেজি করে খাদ্য সামগ্রী। তিনি বিজিবির প্রতিটি কর্মকান্ডে ও চোরাচালান প্রতিরোধে স্থানীয় সাংবাদিকরা সহযোগীতা করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় কানাইঘাট ও জৈন্তাপুর উপজেলার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D