‘জানি না কবে ফর্মে ফিরব’

প্রকাশিত: ১০:১৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২০

‘জানি না কবে ফর্মে ফিরব’

স্পোর্টস ডেস্ক

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে প্রত্যাশিত পারফরম্যান্স করতে ব্যর্থ জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। খুলনার হয়ে এ নিয়ে ৮ ম্যাচে ১.২৫ গড়ে মাত্র ৮২ রান করেছেন তিনি।

বল হাতেও তেমন কোনো ঝলক দেখাতে পারেননি ম্যাচ ফিক্সিংয়ের এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে পেশাদার ক্রিকেটে ফেরা সাকিব। ৩০ ওভারে ১৭২ রান খরচায় শিকার করেছেন মাত্র ৫ উইকেট।

ধারাবাহিক বাজে পারফরম্যান্সের কারণে সমালোচনার মধ্যে রয়েছেন খুলনার এই তারকা অলরাউন্ডার। তার পারফরম্যান্সের প্রভাব দলের ওপরও পড়েছে।

বৃহস্পতিবার ঢাকার বিপক্ষে ১৮০ রানের টার্গেট তাড়া করতে নেমে ২০ রানে হেরে যায় খুলনা।

এদিন খেলা শেষে ফর্মে ফেরা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে সাকিব বলেন, জানি না কবে ফর্মে ফিরব (হাসি)। দেখি দ্রুত কামব্যাক করা যায় কিনা। চেষ্টা থাকবে ভালো করার।

সাকিব বলেন, টি-টোয়েন্টি ক্রিকেট মোমেন্টামের খেলা। তিন দিনে একটা প্রভাব পড়তেই পারে। আমরা নতুন শুরুর চেষ্টা করব। একটা ম্যাচের ব্যাপার। আমরা যদি ভালো ক্রিকেট খেলতে পারি, তাহলে ভালো ফল সম্ভব।

মিরপুরের উইকেট নিয়ে সাকিব বলেন, উইকেট খুবই ভালো ছিল। আমরা শুরুটা ভালো করতে পারেনি, জুটি হয়নি। পাওয়ার প্লেতেও ভালো হয়নি। পাওয়ার প্লে’র ছয় ওভার ভালো করতে পারলে ম্যাচের ফল আমাদের দিকে আসতে পারত।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল