জান্তার কাছে আরাকান আর্মি আর `সন্ত্রাসী‘ না

প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২১

জান্তার কাছে আরাকান আর্মি আর `সন্ত্রাসী‘ না

আন্তর্জাতিক ডেস্ক:
মিয়ানমারের সেনাবাহিনী বিদ্রোহী গোষ্ঠী ‘আরাকান আর্মিকে’ সন্ত্রাসী তালিকা থেকে বাদ দিয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে, আরাকান আর্মি দেশের শান্তি বজায় রাখার জন্য নিরাপত্তা বাহিনীর ওপর আক্রমণ বন্ধ করেছে। রয়টার্সের খবরে বলা হয়েছে, মিয়ানমারের সেনাবাহিনী যখন সামরিক অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ থামাতে হিমশিম খাচ্ছে তখন তারা এই সিদ্ধান্ত নিল। গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারে নির্বাচিত নেতাদের বন্দী করে ক্ষমতা গ্রহণ করে সেনাবাহিনী। দেশটির সাধারণ জনগণ এই অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত রেখেছে। জাতিসংঘের তথ্যানাসুরে, নিরাপত্তা বাহিনীর গুলিতে ৬৫ জনের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছে। আটক করা হয়েছে দুই হাজারের ওপর। আরাকান আর্মি মিয়ানমারের পশ্চিম রাখাইন রাজ্যের বৃহত্তর সায়ত্তশাসনের দাবিতে দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে করছে। সাত দশক ধরে মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে যেসব নৃগোষ্ঠী যুদ্ধ করছে আরাকান আর্মি তার মধ্যে সবচেয়ে শক্তিশালী।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল