জাপা চেয়ারম্যানের উপদেষ্টা হওয়ায় আব্দুল্লাহ সিদ্দিকীকে ফুলেল শুভেচ্ছা

প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২০

জাপা চেয়ারম্যানের উপদেষ্টা হওয়ায় আব্দুল্লাহ সিদ্দিকীকে ফুলেল শুভেচ্ছা

সিলেটের দিনকাল ডেস্ক:
জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলার ৩বারের সভাপতি আব্দুল্লাহ সিদ্দিকীকে জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মনোনীত হওয়ায় মহানগর জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক এম. মুর্শেদ খান ও মহানগর জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জাতীয় শ্রমিক পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম. বরকত আলীর নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। গত বুধবার বিকেলে শিবগঞ্জস্থ বাসভবনে নেতাকর্মীরা এ শুভেচ্ছা জানান।

এসময় নেতাকর্মীদের উদ্দেশ্যে আব্দুল্লাহ সিদ্দিকী বলেন, এরশাদ ও জাতীয় পার্টির আদর্শকে বাস্তবায়ন করার লক্ষ্যে জননেতা জিএম কাদেরের নেতৃত্বে প্রতিহিংসার রাজনীতি ভুলে গিয়ে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। এতে জাতীয় পার্টির নেতাকর্মীরা একযুগে কাজ করার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির সাবেক জেলা কমিটির যুগ্ম সম্পাদক নজমূল ইসলাম, মহানগর জাপা নেতা ইউসুফ শেলু, ১৭নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল হক, আরজু মিয়া, হানিফ আহমদ, জীবন আহমদ চৌধুরী, মহানগর শ্রমিক পার্টির যুগ্ম আহ্বায়ক বাবুল হোসেন, রাহেল আহমদ, জসিম আহমদ, শ্রমিক নেতা আবুল কাশেম, আজাদ, জমশেদ, তিতাস খান, আক্তার হোসেন, মুলাইম খাঁ রাসেল, আমিনুল ইসলাম, সাহেল আহমদ, নুরুল হক, জুবের মিয়া প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল