জার্মানিতে লকডাউনের মাঝেই করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

প্রকাশিত: ১০:৩৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২০

জার্মানিতে লকডাউনের মাঝেই করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

অনলাইন ডেস্ক
জার্মানিতে ২ নভেম্বর থেকে দেশব্যাপী লাইট লকডাউনসহ বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হলেও অতীতের সব রেকর্ড অতিক্রম করে প্রতিদিন ব্যাপকহারে বাড়ছে করোনা সংক্রমণ এবং মৃতের সংখ্যা।

জার্মানিতে মঙ্গলবার করোনা আক্রান্ত হয়ে ৫৯০ জন মানুষ মারা গেছেন বলে জানিয়েছে দেশটির সংক্রামক রোগ বিষয়ক সংস্থা রবার্ট ইন্সটিটিউট; যা করোনা মহামারীর শুরু থেকে এখন পর্যন্ত একদিনে সবচেয়ে বেশিসংখ্যক মানুষ মৃত্যুর রেকর্ড। আর মঙ্গলবার দেশটিতে করোনা আক্রান্ত হয়েছেন ২০৮১৫ জন।

করোনা সংক্রমণ আশানুরূপ নিয়ন্ত্রণে না আসায় এবার চলমান লকডাউন ১০ জানুয়ারি ২০২১ পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে করোনাভাইরাসে আক্রান্ত এবং মৃতের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় নতুন করে কঠোর লকডাউনের প্রস্তাব করেছেন চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল।

পূর্বের মতো রেস্তোরাঁ-বার, ফিটনেস স্টুডিও, সুইমিং পুল, থিয়েটার আপাতত বন্ধ থাকবে ১০ জানুয়ারি পর্যন্ত। আসন্ন বড়দিনের উৎসব ঘিরে সব জায়গায় ক্রিসমাস বাজার বন্ধ রয়েছে দেশটিতে।

এদিকে জার্মানভিত্তিক কোম্পানি বায়োএনটেক ও যুক্তরাষ্ট্রের ফাইজারের উদ্ভাবিত করোনার ভ্যাকসিনটি ইউরোপীয় মেডিসিন এজেন্সির (ইএমএ) কাছে অনুমোদনের অপেক্ষায় আছে। অনুমোদনের সঙ্গে সঙ্গে ভ্যাকসিন কার্যক্রম শুরু করার লক্ষ্যে দেশব্যাপী শতাধিক ভ্যাকসিন কেন্দ্র আগামী সপ্তাহের মধ্যেই প্রস্তুত হবে।

জার্মানির স্বাস্থ্যমন্ত্রী ইয়ানস স্পান জানিয়েছেন, এ মাসের মধ্যেই বা নতুন বছরের শুরুর দিকে জার্মানিতে করোনাভাইরাসের ভ্যাকসিন দেয়া শুরু হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল