১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২২
জালাল ভাইয়ের শোকসভা একটি রাজনৈতিক উপন্যাস,লেখকঃ শাহরিয়ার বিপ্লব
জালাল ভাইয়ের শোকসভা একটি রাজনৈতিক উপন্যাস। উপন্যাসে উঠে এসেছে আশির দশকের এরশাদ বিরোধী আন্দোলনের বিভিন্ন খন্ড চিত্র৷ লেখন একজন বামপন্থী রাজনীতিবিদের স্মৃতিচারণ করেছেন। যাঁর নাম মঈনুদ্দীন আহমেদ জালাল। তিনি ছিলেন কমরেড বরুণ রায়ের ভাব শিষ্য।
গল্পের প্রধান দুটি চরিত্র আরিফ ও ছন্দা। সুনামগঞ্জ থাকাকালীন ছন্দার মনে আরিফকে নিয়ে একটি একপাক্ষিক ভালোবাসা গড়ে ওঠে। যা আরিফ জানতেই পারতো না। বিশ বছর আগের পরিচয় হওয়া আরিফ ও ছন্দার প্রেমের রসায়নটা সিলেটে এসে জমে উঠে। কিন্তু লেখক কৌশলে আরিফকে নিয়ে ফ্ল্যাশব্যাকে চলে যায়, আরিফের ফেলে আসা জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা জালাল ভাইয়ের স্মৃতিচারণ করতে থাকে। তাঁর রাজনৈতিক আদর্শ,জীবনবোধ, আন্দোলন সংগ্রাম- আরিফের মাধ্যমেই বলতে থাকেন। সাম্যের স্বপ্ন দেখা জালাল ভাইয়ের ক্যারেক্টরটা আসলেই ইন্টারেস্টিং;— ‘নদী দখলের প্রতিবাদে ফুলের পাপড়ি নিয়ে সুরমা নদীর জলের কাছে ক্ষমা প্রার্থনা’ একটি উৎকৃষ্ট উদাহরণ।
তারপরে আশির দশকে সুনামগঞ্জের চার খলিফা খ্যাত চারজন ব্যক্তিকে নিয়ে একযুগে সারা সুনামগঞ্জ শহর কাঁপিয়ে দেয়ার মাস্টার মাইন্ড ছিলেন এই জালাল ভাই। জালাল ভাইয়ের স্মৃতির সাথে উঠে এসেছে ছাত্রলীগ, জাসদ, বাসদ এবং ১৫ দলীয় রাজনৈতিক দলের বিভিন্ন কর্মকাণ্ড এবং নেতৃবৃন্দের কথা।
সারাটা জীবন যিনি ব্যয় করেছেন মানুষের উপকার করতে করতে। নিজের কথা কোনোদিন চিন্তা করেন নি। জীবনের শেষ পর্যায়ে এসে তিনি বেছে নিয়েছিলেন তাঁর জীবনসঙ্গী। কিন্তু জীবন তাঁকে আর সময় দেয় নি। এই রাষ্ট্র, সমাজ,সংসার, জীবন ছেড়ে তাঁকে চলে যেতে হয়েছিলো।
এবং তাঁকে নিয়ে অনুষ্ঠিত একটি শোকসভার বিবরণ দিতে গিয়ে লেখক আবেগে ভেসেছেন, ভাসিয়েছেন আমাদের।
জালাল ভাইয়ের শোকসভা
লেখকঃ শাহরিয়ার বিপ্লব
প্রকাশকঃ নয়নতারা প্রকাশনী
মুদ্রিত মূল্যঃ ২৫০ টাকা
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D