১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৮ অপরাহ্ণ, মে ১২, ২০১৬
সিলেট নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজারস্থ সহির প্লাজায় ডিজিটাল প্রচার মাধ্যম “অনন্যা নেট” এর উদ্বোধন করা হয়। ১২ মে বৃহস্পতিবার বাদ আছর এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা প্রেসকাব’র নব নির্বাচিত সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম চৌধুরী নবেল বলেন, ডিজিটাল প্রচার মাধ্যম অনন্যা নেট সততা ও নিষ্ঠার সাথে ব্যবসার পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে গণমাধ্যম কর্মীদের সর্বাত্মক সহযোগীতা করবে। তিনি এ প্রতিষ্ঠানের সার্বিক উন্নতি ও এর সফলতায় সর্বমহলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংবাদ মাধ্যম সিলেট নিউজকাব’র চেয়ারম্যান খলিলুর রহমান, এম.সি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আমিনুল হক, দৈনিক শ্যামল সিলেটের বার্তা সম্পাদক আবুল মোহাম্মদ। অন্যান্যদের মধ্যে ছিলেন সিলেট ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক সৈয়দ ইমরান আহমদ, দৈনিক মানবকণ্ঠ’র সিলেট প্রতিনিধি মো: আলী আকবর চৌধুরী কোহিনুর, বাংলাদেশ প্রতিদিনের আলোকচিত্র নাজমূল কবীর পাভেল, দৈনিক যুগান্তর’র ফটো সাংবাদিক মামুন হাসান, দৈনিক শ্যামল সিলেটের ফটো সাংবাদিক এ.এইচ আরিফ, দৈনিক উত্তরপূর্ব’র স্টাফ ফটো সাংবাদিক নুরুল ইসলাম ও সংকর দাস, দৈনিক সমকাল’র ফটো সাংবাদিক ইউসুফ আলী, দৈনিক সবুজ সিলেট’র স্টাফ ফটো সাংবাদিক রতনা আহমদ তামান্না, সিলেট ভিউ ২৪ এর ফটো সাংবাদিক আনোয়ার হোসেন, দৈনিক যুগভেরী’র স্টাফ ফটো সাংবাদিক মনিরুজ্জামান রনি, সিলেট আজাদ প্রোডাক্টস এর ম্যানেজার আব্দুর রউফ, অনন্যা নেট’র ম্যানেজিং ডিরেক্টর মো. সাজুল করিম, ডিরেক্টর আতিকুর রহমান তপু, আব্দুল মোমিন ও জুয়েল আহমদ, প্রতিষ্ঠানের ম্যানেজার সুহেল আহমদ, সহকারী ম্যানেজার শামীম আহমদ, সামিয়া নেট’র ম্যানেজার মানিক আহমদ আকাশ প্রমূখ।
এর আগে অনন্যা নেট এ মিলাদ এক মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ শেষে নগরীর জিন্দাবাজারস্থ হক সুপার মার্কেট মসজিদের ইমাম সাহেব দোয়া পরিচালনা করেন। অনুষ্ঠান শেষে শিরনী বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D