জীবানুনাশক স্প্রে ছিটিয়েছেন মহানগর যুবলীগ নেতা সাইদুর

প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২০

জীবানুনাশক স্প্রে ছিটিয়েছেন মহানগর যুবলীগ নেতা সাইদুর
করোনা ভাইরাসের প্রভাবে যখন মানুষ ঘরবন্দী, তখন করোনা প্রতিরোধে ও গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নগরীর সুবিদবাজার ও সিলেট-সুনামগঞ্জ মেইন রোড গুরুত্বপূর্ণ স্থাপনাসহ বিভিন্ন স্থানে নিজ উদ্যোগে বুধবার সকাল থেকে জীবানুনাশক স্প্রে ঔষধ ছিটিয়েছেন
সাবেক ছাত্রলীগ নেতা বীর মুক্তিযোদ্ধার সন্তান ও সিলেট মহানগর যুবলীগ নেতা সাইদুর রহমান।
সাইদুর রহমানের এই ব্যতিক্রমধর্মী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সিলেটের সর্বস্তরের মানুষ। তিনি জানান, আমি বাংলাদেশ যুবলীগ একজন কর্মী, দেশের এই ক্রান্তিলগ্নে ঘরে বসে থাকতে পারি না, তাই মুজিব আর্দশ বুকে নিয়ে, জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে, সকলের নিরাপত্তা স্বার্থে মানবতার স্বার্থে,দেশের স্বার্থে কাজটি করছি এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল