১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২৪
নিউজ ডেস্ক:
মঙ্গলবার ৫ই নভেম্বর ২০২৪ জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে এর বার্ষিক সাধারণ সভা ও প্রতিষ্টাতা সভাপতি হাজী মাছুম রেজার সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে৷ লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টার এ সালেহ আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জাবেল এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। প্রথমে কোরআন থেকে তেলাওয়াত করেন ধর্ম বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম মইনুল, সভাপতি সালেহ আহমেদ, স্বাগত বক্তব্য রাখেন,সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জাবেল বাৎসরিক রিপোর্ট পেশ করেন ও কোষাধ্যক্ষ সিপার রেজা ও সহ কোষাধ্যক্ষ ইখতিয়ার মিয়া মাসুম বাৎসরিক আর্থিক রিপোর্ট পেশ করেন৷ প্রশ্ন উত্তর পর্বের মাধ্যমে বার্ষিক সাধারণ সভার কাজ সমাপ্ত হয়। দ্বিতীয় পর্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি ও জায়ফরনগন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাছুম রেজা।প্রধান অতিথিকে এসোসিয়েশন এর পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি ফারুক আহমেদ, ইউনুছ মিয়া, সাবেক সহ-সভাপতি জিল্লুর রহমান কয়েছ,সহ-সভাপতি আবদুস সামাদ রাজু, মোহাম্মদ আবুল কালাম, জি এম চৌধুরী রনি, লুৎফুর রহমান,সহ-সাধারণ সম্পাদক এম এ সবুর,মাসুম আহমেদ রনি,সাংগাঠনিক সম্পাদক আযহার আহমেদ ওয়াসীম,মিডিয়া এন্ড পাবলিকেশন সম্পাদক মাহবুবুর রহমান,জনকল্যান সম্পাদক মারুফ আহমেদ,সহ-সাংগাঠনিক সম্পাদক খালেদ হোসেন, শিক্ষাবিষয়ক সম্পাদক তাছভীর আহমেদ ফাহিম,আসরাফুল হক জালাল, কাউন্সিলর মাসুকুর রহমান, লুৎফুর রহমান মিতুল,মাহী উদ্দিন রাজু, আরো উপস্তিত ছিলেন সাবেক সভাপতি মাওলানা আবদুল মুমিন, ফাউন্ডার মেম্বার তাজুল ইসলাম আইন বিষয়ক সম্পাদক সাদেকুর রহমান, হাবিবুর রহমান মামুন,সাইদুল ইসলাম প্রমুখ। সভায় বক্তারা এসোসিয়েশন এর ২০ বছর পূর্তি উদযাপন ও জুড়ীতে একটি ডায়বেটিস হাসপাতাল করার জন্য আলোচনা করেন, প্রধান অতিথি হাজী মাছুম রেজা উনার বক্তব্যে সার্বিক বিষয়ে সহযোগীতার আশ্বাস দিয়ে বলেন তিনি নিজ অর্থায়নে প্রথমে একটি ফ্রী ডায়বেটিস মেডিকেল ক্যাম্প করবেন জুড়ীতে এবং পরবর্তীতে একটি বাজেট করে জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ কে এর মাধ্যমে এটিকে চলমান রাখার ব্যপারে পরামর্শ দেন।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D