Social Bar

জুভেন্টাসে করোনার হানা, আইসোলেশনে রোনাল্ডোরা

প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২০

জুভেন্টাসে করোনার হানা, আইসোলেশনে রোনাল্ডোরা

স্পোর্টস ডেস্ক

ইতালিয়ান লিগে হানা দিয়েছে করোনাভাইরাস। মহামারীতে আক্রান্ত হয়েছেন নাপোলির দুজন খেলোয়াড়।

এবার করোনা হানা দিলে জুভেন্টাসের শিবিরে। ক্লাবটির দুজন স্টাফ করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। অতিরিক্ত সতর্কতা হিসেবে রোনাল্ডোদের আইসোলেশনে নেয়া হয়েছে।

জুভেন্টাস নিশ্চিত করেছে, খেলোয়াড়রা করোনায় আক্রান্ত হননি। যে কারণে খেলোয়াড়রা এ মুহূর্তে অনুশীলনে অংশ নিতে পারবেন। তবে তারা বাইরের কারও সংস্পর্শে আসতে পারবেন না।

এদিকে রোববার নাপোলির বিপক্ষের জুভেন্টাসের ম্যাচ হওয়া নিয়ে সংশয় জেগেছে।

তবে জুভেন্টাসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, তারা নাপোলির বিপক্ষে সেই ম্যাচটা খেলতে ইচ্ছুক। ম্যাচটি যথাসময়েই অনুষ্ঠিত হবে।

যদিও ম্যাচটি হওয়ার পক্ষে নন অনেক জুভেন্টাস সমর্থকরাও। কেননা নাপোলি কিছু দিন আগে জেনোয়ার সঙ্গে ম্যাচ খেলেছিল। সেই ম্যাচের পর জানা গেছে, জেনোয়ার বেশিরভাগ সদস্যই করোনায় আক্রান্ত।

তথ্যসূত্র: মার্কা, গোল ডট কম

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল

Follow for Regular News