জেলা নেতৃবৃন্দের সাথে জৈন্তাপুর উপজেলা যুবদলের মতবিনিময় সভা

প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২০

জেলা নেতৃবৃন্দের সাথে জৈন্তাপুর উপজেলা যুবদলের মতবিনিময় সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখা কর্তৃক সাংগঠনিক প্রতিনিধি টিমের সাথে জৈন্তাপুর উপজেলা যুবদলের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ মার্চ মঙ্গলবার বিকেলে জৈন্তাপুরস্থ একটি কমিউনিটি সেন্টারে এই সভা হয়। জৈন্তাপুর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক ইন্তাজ আলীর সভাপতিত্বে ও সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাহারুল আলম বাহার চেয়ারম্যানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা যুবদলের সিনিয়র সদস্য আখতার আহমদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা যুবদলের সদস্য মিজানুর রহমান নেছার, সাইফুল ইসলাম, আব্দুল মালেক।

প্রধান অতিথির বক্তব্যে আখতার আহমদ বলেন, সিলেট জেলা যুবদল তৃণমূল জুড়ে যুবদলকে সুসংগঠিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আগামী দিনের নেতৃত্বকে সঠিক, ত্যাগী, নির্যাতিত হামলা-মামলায় পরিক্ষিত শহীদ জিয়ার আদর্শের সৈনিক দিয়ে সংগঠন সাজাতে জেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পাপলু সহ আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় আজকের এই মতবিনিময় সভায় জৈন্তাপুর উপজেলার সাবেক নেতৃবৃন্দ ও সাবেক ছাত্রদল নেতৃবৃন্দের পরামর্শকে আমলে নিয়ে আগামী নেতৃত্ব গঠন করা হবে। সকলকে ঐক্যমতের ভিত্তিতে খুব দ্রুত সময়ের মধ্যে জৈন্তাপুর উপজেলায় যুবদলের সম্মেলন সফলে সর্বাত্মক সহযোগিতা করতে হবে।

এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সদস্য রুহুল কুদ্দুস চৌধুরী হামজা, সাবেক জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের সভাপতি সোহেল আহমদ, জেলা যুবদল নেতা দেওয়ান রফিক, আলাউদ্দিন আহমদ, সাবেক ছাত্রদলের আহ্বায়ক নাসির উদ্দিন, সাবেক সভাপতি আবুল হাসিম, জেলা যুবদল নেতা আমিনুল ইসলাম আমিন, ইউনিয়ন যুবদল নেতৃবৃন্দের মধ্যে ১নং নিজ পাট ইউনিয়ন যুবদল সভাপতি সেলিম আহমদ, ২নং জৈন্তাপুর ইউপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন রাজ, ৩নং চারিকাটা ইউপির সাধারণ সম্পাদক নুরুল আমিন মেম্বার, ৪নং দরবস্ত ইউপির সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক নুরুল হক, ৫নং ফতেপুর ইউপির সাধারণ সম্পাদক জাকারিয়া আহমদ, ৬নং চিকনাগুল ইউপির সভাপতি আহমদ আলী, সাধারণ সম্পাদক শাহজাহান। সভায় জৈন্তাপুর উপজেলা যুবদলের সাবেক নেতৃবৃন্দ, ইউনিয়ন নেতৃবৃন্দ ও সাবেক ছাত্রদল প্রচুর নেতাকর্মীরা উপস্থিত থেকে মত প্রকাশ করেন। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল