১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০১৬
জেলা পরিষদ নির্বাচনের আর মাত্র দুইদিন বাকি। এরই মধ্যে সকল প্রার্থীই তাদের শেষ মুহূর্তের প্রচারণা চালাচ্ছেন, আর শেষ মুহূর্তে দলীয় অবস্থান নির্বাচনকে প্রভাবিত করছে বলে আশঙ্কা করছেন প্রার্থী ও ভোটদাতা জনপ্রতিনিধিরা। ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য এ ইলেক্টোরাল পদ্ধতির নির্বাচনে স্থানীয় জনপ্রতিনিধিরাই ভোটার হওয়ায় এ শঙ্কা আরো বাড়ছে।
এ অবস্থায় সুনামগঞ্জ ১ ও ৫ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন ও মুহিবুর রহমান মানিকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এনামুল কবির ইমনকে বিজয়ী করতে স্থানীয় জনপ্রতিনিধিদেরকে প্রভাবিত করার। এ ব্যাপারে এ দুই সাংসদকেই ইতোমধ্যে সতর্ক করেছে সুনামগঞ্জ জেলা নির্বাচন কমিশন।
গত বৃহস্পতিবার সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী নুরুল হুদা মুকুট অভিযোগ করেন ক্ষমতাসীন দলীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন ও মুহিবুর রহমান মানিক বিভিন্ন জনসভায় ভোটার জনপ্রতিনিধিদেরকে নৌকায় ভোট দেয়ার ব্যাপারে প্রভাবিত করছেন, এমনকি ইমনের পক্ষে নির্বাচনী সভাতেও অংশগ্রহণ করেছেন।
তবে এ অভিযোগ অস্বীকার করেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন। তিনি বলেন, “আমি একটি জনসভায় বলেছি ‘নেত্রী যাকে প্রার্থী হিসেবে নির্বাচিত করেছেন, আমি তার পক্ষে। আপনারা কি করবেন তা আপনাদের সিদ্ধান্ত’। আমি কোন নির্বাচনী জনসভাও করিনি, স্থানীয়ভাবে বিভিন্ন প্রকল্পের কাজ পরিদর্শন করেছি”।
এদিকে নুরুল হুদা মুকুটের অভিযোগকে আমলে নিয়ে দুই সাংসদকেই সতর্ক করেছে বলে জানিয়েছে সুনামগঞ্জ জেলা নির্বাচন কমিশন।
সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মো. সাজেদুল ইসলাম বলেন, “অভিযোগের প্রেক্ষিতে দুই সাংসদের সাথেই যোগাযোগ করে তাদেরকে সতর্ক করা হয়েছে যাতে নির্বাচনী বিধিমালা লঙ্ঘিত হয়, এমন কিছু না করতে। এছাড়াও জেলা প্রশাসকও তাদেরকে অনুরোধ করেছেন নির্বাচনী আচরণবিধি মেনে চলতে”।
নির্বাচন কমিশন থেকে পাওয়া সতর্কবার্তা বিষয়ে সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন বলেন, “আমার সাথে নির্বাচন কমিশন থেকে যোগাযোগ করেছিলো, আমি তাদেরকে যা সত্যি তাই বলেছি। এতে যদি আচরণবিধি লঙ্ঘিত হয় তবে আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতেও তাদেরকে জানিয়েছি”।
এ ব্যাপারে কথা বলতে সুনামগঞ্জ-৫ আসনের সাংসদ মুহিবুর রহমান মানিককে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কল ধরেননি।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D