জেলা যুবদলের সদস সচিব মকসুদের মুক্তিতে ছাত্রদলের শুকরিয়া

প্রকাশিত: ২:০৫ পূর্বাহ্ণ, মে ১৪, ২০২০

জেলা যুবদলের সদস সচিব মকসুদের মুক্তিতে ছাত্রদলের শুকরিয়া

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলার সদস্য সচিব সাবেক ছাত্রনেতা মকসুদ আহমদের মুক্তিতে শুকরিয়া আদায় করেছেন সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দ।
এক বিবৃতিতে সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান ও জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম বলেন, সাবেক ছাত্রদল নেতা মকসুদ আহমদের মুক্তির দাবীতে সমগ্র সিলেট জেলা জুড়ে সভা-সমাবেশ, মিছিল সহ নানা কর্মসূচি পালিত হয়। সব কিছুর পর এই মেধাবী সাবেক ছাত্রদল নেতা ও জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ মুক্তি পেয়েছেন। সেজন্য প্রথমেই মহান রাব্বুল আল-আমিনের কাছে শুকরিয়া আদায় করছি এবং যারা আন্দোলন সংগ্রাম করেছেন তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি।

উল্লেখ্য : ভার্চুয়াল আদালতে জামিন চেয়ে মুক্তি লাভ করেছেন সিলেট জেলা যুবদলের সদস্য সচিব মকসদু আহমদ। বুধবার (১৩ মে) বিকেলে তাকে মুক্ত দেওয়া হয়। এসময় সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমনসহ নেতাকর্মীরা তাকে কারাফটকে শুভেচ্ছা জানান। ভার্চুয়াল আদালতে জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদের জামিন শুনানিতে ছিলেন আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এটিএম ফয়েজ উদ্দিন ও সিলেট জেলা আইনজীবী সমিতির সমাজ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন। -বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল