জেলের ভাত খেতে চাইলে ইতালি যাবেন রবিনহো

প্রকাশিত: ১:১০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২০

জেলের ভাত খেতে চাইলে ইতালি যাবেন রবিনহো

স্পোর্টস ডেস্ক

ইতালিতে যাওয়ার রাস্তা চিরতরে বন্ধ হয়ে গেল রবিনহোর। গেলেই যেতে হবে জেলে। জঘন্যতম এক অপরাধে জড়িয়ে অনেক আগেই স্বর্গচ্যুত হয়েছেন ৩৬ বছর বয়সী ব্রাজিলীয় ফরোয়ার্ড।

বৃহস্পতিবার মিলানের আপিল আদালতের রায় নিশ্চিত করল- সেই পাপ আমৃত্যু তাড়া করবে সাবেক রিয়াল মাদ্রিদ তারকাকে।

২০১৩ সালে মিলানের এক নৈশক্লাবে ২৩ বছর বয়সী এক আলবেনিয়ান নারীকে সংঘবদ্ধ ধর্ষণের সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছিল রবিনহোর বিরুদ্ধে। তখন এসি মিলানে খেলা রবিনহো নিজেকে নির্দোষ দাবি করলেও ২০১৭ সালে মামলার রায়ে নয় বছরের সাজা হয়েছিল তার।

এরপর আর ইতালিতে যাননি তিনি। কিন্তু পাপের শাস্তি ঠিকই ভোগ করতে হচ্ছে এই পতিত নক্ষত্রকে। একসময় যাকে পেলের যোগ্য উত্তরসূরি ভাবা হতো, সেই রবিনহো এখন ফুটবল খেলারই সুযোগ পাচ্ছেন না।

গত অক্টোবরে শৈশবের ক্লাব সান্তোসে ফিরে এক সপ্তাহও টিকতে পারেননি। অতীতের পাপের কারণে তার সঙ্গে চুক্তি বাতিল করে সান্তোস। এরপর নিজেকে নিরপরাধ প্রমাণের শেষ চেষ্টা হিসেবে মিলানের আদালতে শাস্তি কমানোর জন্য আপিল করেন রবিনহো। কিন্তু তাতে কাজ হয়নি। নয় বছরের কারাদণ্ড বহাল রেখেছেন আদালত। ইতালিতে গেলেই তাকে জেলে ভরা হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল