জৈন্তাপুরে গোল্ডেন ড্রীম ওমেন অর্গানাইজেশনের ফ্রি খতনা ক্যাম্প

প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২০

জৈন্তাপুরে গোল্ডেন ড্রীম ওমেন অর্গানাইজেশনের ফ্রি খতনা ক্যাম্প

জৈন্তাপুর সংবাদদাতা:
যুক্তরাজ্য ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন গোল্ডেন ড্রীম ওমেন অর্গানাইজেশন ও সোনালী স্বপ্ন বাংলাদেশের উদ্যোগে জৈন্তাপুর উপজেলার ঘাটেরচটি গ্রামে শনিবার দুপুরে এক খতনা ক্যাম্প অনুষ্ঠিত হয়। স্থানীয় সামাজিক সংগঠন প্রত্যাশা সমাজকল্যাণ যুব সংঘের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত খতনা ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেট সদর উপজেলার যুব উন্নয়ন কমকর্তা আজহারুল কবির।

খতনা অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে গোল্ডেন ড্রীম ওমেন অর্গানাইজেশন ফ্রি খতনা সহ নানাবিধ কর্মসূচী বাস্তবায়ন করে যাচ্ছে। সংগঠনের চেয়ারপার্সন কামরুন্নেছা মতিন শোভার আন্তরিক প্রচেষ্টা ও প্রবাসী ভাইবোনদের সহযোগিতায় এসব কার্যক্রম বাস্তবায়ন সম্ভব হচ্ছে। সামাজিক কর্মকান্ডে সকল পর্যায়ের যুব সমাজকে এগিয়ে আসার জন্য বক্তারা আহ্বান জানান। খতনা প্রদান করেন চিকিৎসক নুরুল ইসলাম লিমন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোনালী স্বপ্ন বাংলাদেশের নির্বাহী পরিচালক আবুল মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক শেখ তোফায়েল আহমদ শেপুল, প্রত্যাশা সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল জব্বার জসিম সহ অন্যান্য সদস্যবৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল