১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২৪
মুরাদ হাসান জৈন্তাপুরঃ-
সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারে গ্যাস সংযোগের দাবীতে জনসমাবেশের আয়োজন করা হয়েছে। হরিপুর বাজার বাস স্টেশনে মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকাল ৩টায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।জনসমাবেশে “আমার সম্পদ আমি চাই,ঘরে ঘরে গ্যাস চাই”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমাবেশটি অনুষ্ঠিত হয়।জৈন্তাপুর উপজেলার হরিপুরে খনিজ সম্পদ তেল গ্যাস ১৯৫৫ সাল থেকে অদ্যবদী পর্যন্ত জাতীয় গ্রীডে সংযুক্ত হচ্ছে।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এই খনিজ সম্পদ বাংলাদেশ তথা উন্নত বিশ্বে যোগান দিতে সক্ষম। ছাত্র জনতার জনসমাবেশে সমন্বয়ক সাদিক আহমদ,জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে মোঃ সুয়েব আহমদ,জামাল আহমদ ও ইশতিয়াক ফাহিমের যৌত পরিচালনায়,অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-৫নং ফতেহপুর ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান,সাবেক উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মতিন,বর্তমান উপজেলা বিএনপির সভাপতি,সাবেক ইউ/পি চেয়ারম্যান আব্দুর রশিদ,বর্তমান চেয়ারম্যান রফিক আহমদ,সাবেক জেলা পরিষদ সদস্য,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুহিবুল হক মুহিব,জৈন্তাপুর উপজেলা ভাইস চেয়ারম্যান এস ইউ সাদ্দাম,জাতীয় উলামা মাসায়েখ আইম্যা পরিষদের সহ সভাপতি সিলেট মহানগর মাওঃ শরিফ উদ্দিন খাঁ,উপজেলা বি এন পির সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুক উদ্দিন,ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হক,সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইলিয়াস আলী হরিপুর বাজার কমিটির বর্তমান আহ্বায়ক কুতুবউদ্দিন সিকদার,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমদ,জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল্লাহ ইলিয়াস,জৈন্তাপুর উপজেলা ছাত্রদল ভারপ্রাপ্ত সদস্য সচিব এম শাহীন আলম,বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা সেক্রেটারি জেনারেল রফিক আহমদ,হাফিজ মাওঃ আব্দুল ওয়াহিদ উপজেলা সহ সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ,মাওঃ জাকির হোসেন সহ সাংগঠনিক সম্পাদক জমিয়তে আনসার বাংলাদেশ,মাওঃ আব্দুল ওয়াদুদ শিক্ষা সচিব বাঘের খাল মাদ্রাসা,ছাত্র জনতার অন্যতম সমন্বয়ক আহমদ,সাদিক আহমদ,নাদিম আহমদ,জাহাঙ্গীর ২,আলী আকবর,মাহফুজ,সহ আরো অনেকে। উপস্থিত জনসমাবেশে বক্তারা বলেন-গ্যাস বাংলাদেশের জাতীয় সম্পদ,১৯৫৫ সালে সর্বপ্রথম আমাদের জৈন্তাপুরের হরিপুর এলাকায় গ্যাসের সন্ধান পাওয়া যায়,তবে দুঃখজনক বেয়াপার যে আমাদের সম্পদ সারা দেশে ভোগ করলেও আমরা জৈন্তাপুরের মানুষ আমাদের সম্পদ তেল,গ্যাস থেকে বঞ্চিত।তিন দশক থেকে আমাদের জৈন্তাপুর বাসী গ্যাসের আন্দোলন করলেও,এখন পর্যন্ত তার কোন ফলাফল পাওয়া যায় নি। উল্লেখ্য জৈন্তার সর্বস্তরের জনগণের ন্যায্য দাবী, বৃহত্তর জৈন্তার প্রতিটি ঘরে ঘরে গ্যাস সংযোগ স্থাপন করার জন্য পেট্রোল বাংলাসহ সরকারের সংলিষ্ট সকলের প্রতি বিনীত ভাবে আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D