জৈন্তাপুরে ৫৩ তম জাতীয় সমবায় দিবস অনুষ্ঠিত

প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২৪

জৈন্তাপুরে ৫৩ তম জাতীয় সমবায় দিবস অনুষ্ঠিত

জৈন্তাপুর প্রতিনিধি :

সিলেটের জৈন্তাপুরে শনিবার (২ নভেম্বর) বেলা ১১টায় “সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৫৩তম জাতীয় সমবায় দিবস-২০২৪ জাতীয় ও সমবায়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় জাতীয় সমবায় দিবসের অনুষ্ঠান।

জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।জৈন্তাপুর উপজেলা প্রশাসন ও  উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।এতে উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ শরীফ উদ্দিনের সভাপতিত্বে ও  বাংলাদেশ বেতার সিলেটের উপস্থাপক মামুন সুলতানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া।

আলোচনা সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক মো জহিরুল ইসলাম।পরে পবিত্র গিতা পাঠ করেন সহকারী পরিদর্শক শিল্পী আচার্য্য।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন- উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ শরীফ উদ্দিন। এ সময় তিনি ৫৩ তম জাতীয় সমবায় দিবসের মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া বলেন-সমবায়ের মাধ্যমে দেশ ও জাতি স্বনির্ভর হয়ে উঠে।বছরের একটি দিনে সমবায়কে শুধু প্রাধান্য না দিয়ে প্রধান্য দিতে হবে সারা বছর।কারণ একটি সমবায় সমিতি প্রতিষ্ঠা পরবর্তী সমিতিটি স্থায়ী হচ্ছে না নিষ্ক্রিয় হচ্ছে সে বিষয়ে সবাইকে লক্ষ্য রাখতে,সমবায়ের মুল উদ্দেশ্য হলো বেশী বেশী করে কর্মসংস্থান নিশ্চিত করে নিজের ও সমাজকে অর্থনৈতিক ভাবে সফল করে তোলা। তিনি আলোচনা সভায় উপস্থিত সকল সমবায় সমিতির সদস্যদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এ সময় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, জৈন্তাপুর বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলাল,জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম।

আলোচনা সভায় সমবায় সমিতির প্রতিনিধিদের পক্ষ থেকে বক্তব্য রাখেন জৈন্তাপুর মহাজির কোলনি উন্নয়ন সমবায় সমিতির সভাপতি আব্দুন নুর, জৈন্তাপুর রিকশা শ্রমিক সমবায় সমিতির সভাপতি নুরুল ইসলাম,গুয়াবাড়ী আশ্রয়ন সমবায় সমিতির সাধারণ সম্পাদক বাদল মনি দত্ত, বৃহত্তর জৈন্তা হেমার শ্রমিক সমবায় সমিতির সভাপতি ফারুক হোসেন,গুয়াবাড়ি ছাগল পালন সিআইটি সমবায় সমিতির সাধারণ সম্পাদক অনিতা রানীসহ অন্যান্যরা।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল