জোকোভিচের নতুন রেকর্ড

প্রকাশিত: ১১:৪২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২০

জোকোভিচের নতুন রেকর্ড

স্পোর্টস ডেস্ক :

রোম মাস্টার্সের ফাইনালে আর্জেন্টিনার দিয়েগো শোয়ার্জমানকে হারিয়ে নতুন রেকর্ড গড়েছেন নোভাক জোকোভিচ। সোমবার ৭-৫, ৬-৩ গেমে হারিয়ে সবচেয়ে বেশি এটিপি মাস্টার্স শিরোপা জয়ের রেকর্ড গড়েছেন সার্বিয়ান টেনিস তারকা।

ক্যারিয়ারের ৩৬তম মাস্টার্স শিরোপা জিতে জোকোভিচ পেছনে ফেলেছেন প্রবল প্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদালকে (৩৫)। সব মিলিয়ে এ বছর ৩২ ম্যাচের ৩১টিই জিতেছেন জোকোভিচ।

এমন দুর্দান্ত রেকর্ডের পরও রোববার প্যারিসে শুরু হতে যাওয়া ফরাসি ওপেনে নিজেকে ফেভারিট মানতে নারাজ তিনি। ফরাসি ওপেনে জোকোভিচ এগিয়ে রাখছেন ক্লে কোর্টের রাজা নাদালকে।

রোম মাস্টার্সের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেলেও ফরাসি ওপেনে রেকর্ড ১২ বারের চ্যাম্পিয়ন নাদাল। সেটা মাথায় রেখেই জোকোভিচ বলেছেন, রোমে সে হারলেও অনেকেই আমার সঙ্গে একমত হবেন যে, ফরাসি ওপেনে এক নম্বর ফেভারিট নাদাল। সেখানে তার যে রেকর্ড ও ইতিহাস তাতে আর কাউকে এগিয়ে রাখা যায় না।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল