সিলেট ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৫ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২৫
সিলেটের জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম বলেছেন,জ্ঞান অর্জন করে শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।সর্বত্র শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে।
শিক্ষার্থীদের শুধু জ্ঞান অর্জন করলেই হবে না, বরং তাদের মধ্যে নৈতিকতা, মানবিকতা ও প্রজ্ঞার বিকাশ ঘটিয়ে সত্যিকারের মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। এর জন্য শিক্ষার পাশাপাশি ভালো আচরণ, অন্যের প্রতি সহমর্মিতা এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে নৈতিক মূল্যবোধের সমন্বয় ঘটানো জরুরি।
পাঠ্যবইয়ের পাশাপাশি বেশি বেশি বই পড়তে হবে এবং জ্ঞান পিপাসু হতে হবে, নৈতিক শিক্ষাকে ধারণ করতে হবে এবং জীবনের প্রতিটি কাজে নৈতিক মূল্যবোধ প্রয়োগ করতে হবে। লেখাপড়ার পাশাপাশি প্রজ্ঞার মাধ্যমে জীবনকে শাণিত করতে হবে এবং মানবিকতার সাথে অন্যের প্রতি যত্নশীল হতে হবে। শিক্ষার্থীদের মধ্যে থাকা সৎ ও সামাজিক গুণাবলীর বিকাশ ঘটাতে হবে। সুযোগ পেলে অসহায় মানুষের প্রতি সমব্যাথি হওয়ার এবং তাদের যত্ন নেওয়ার মানসিকতা তৈরি করতে হবে।
তিনি মঙ্গলবার দুপুরে দক্ষিণ সুরমার লালাবাজার স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে লালাবাজার ইউনিয়ন এডুকেশন ট্রাষ্ট ইউকে আয়োজিত লুয়েট শিক্ষা সহায়তা তহবিল বিতরণ ২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ল্যান্ডমার্ক শপিং কমপ্লেক্সে এর চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল আহাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা,বিশিষ্ট শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ ফালাকুজ্জামান চৌধুরী জগলু,যুক্তরাজ্য প্রবাসী আব্দুল জলিল,দক্ষিণ সুরমা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সিহাব সারার অভী, উপজেলা মৎস্য কর্মকর্তা সুনন্দা রানী মোদক, জাফরাবাদ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলী, বিশিষ্ট রাজনীতিবিদ আব্দুল মোহিত, আব্দুল হক জগলু,লালাবাজার কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক আমিনুর রহমান চৌধুরী শিফতা, দক্ষিণ সুরমা ফাউন্ডেশনের সভাপতি ডাঃ গিয়াস উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ইন্জি: সুরমান আলী।
সুরমা টাওয়ারের বিশিষ্ট ব্যবসায়ী ফাহিম মাহমুদ ফুরুক ও লালাবাজার স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মাওলানা আব্দুল মালিক এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশিষ্ট রাজনীতিবিদ লোকমান আহমদ,ইকরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, বিবিদইল বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, সমাজসেবী জাহেদ আহমদ,আমীর আলী।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন খায়রুল ইসলাম হামিম,স্বাগত বক্তব্য রাখেন লালাবাজার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে ইউনিয়নের ১১০ জন শিক্ষার্থীর মধ্যে লুয়েট শিক্ষা সহায়তা তহবিল বিতরণ করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ। এসময় লুয়েট বার্তার মোড়ক উন্মোচন করা হয়।
লালাবাজার ইউনিয়ন এডুকেশন ট্রাষ্ট ইউকের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে লুয়েট শিক্ষা সহায়তা তহবিল বিতরণ অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শিক্ষার্থী এবং গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by ওয়েব নেষ্ট বিডি