জয়লাভ হলেই নির্বাচন সুষ্ঠু হয় না: গয়েশ্বর চন্দ্র রায়

প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০১৭

জয়লাভ হলেই নির্বাচন সুষ্ঠু হয় না: গয়েশ্বর চন্দ্র রায়

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর অধীনে বিএনপি জাতীয় নির্বাচনে যাবে না মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, কুমিল্লা সিটি করপেরেশন নির্বাচনে জনগণ অত্যন্ত প্রাণপণ চেষ্টা করে নৌকার ব্যাজ বুকে লাগিয়ে কোনো রকমের কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছে। তারপরও আমরা জয়লাভ করেছি। তবে একথা বলতে হবে যদি ভোট অবাধ ও সুষ্ঠু হতো, তাহলে কমপক্ষে ৫০% ভোটের ব্যবধানে আওয়ামী লীগ পরাজিত হতো।

আজ শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠি দলের উদ্যোগে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। মহান স্বাধীনতা, গণতন্ত্র, অর্থনৈতিক মুক্তি ও চলমান রাজনীতি শীর্ষক দিবস শীর্ষক এই আলোচনা সভা হয়।

প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ভোটে জয়লাভ হলেও ভোট সুষ্ঠ হয়নি, ভোট অবাধও হয়নি। ভোটে জয়লাভ হলে ভোট সুষ্ঠু হয়, অবাধ হয়- এই থিওরি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত নির্বিঘ্নে জনগণ বিনা বাধায় ভোট দিতে না পারবে, বিনা আতঙ্কে ভোট প্রদান না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত একটি নির্বাচনকে সুষ্ঠু ও অবাধ বলা যায় না। হয়ত কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনে ফলাফল ফেয়ার কিন্তু ইলেকশন আনফেয়ার হয়েছে- এই কথাটা স্বীকার করতে হবে।

তিনি বলেন, কুমিল্লায় অতীতে ২/৩টি আওয়ামী লীগের গ্রুপ ছিলো- এটা সত্য। এবার কুমিল্লায় আওয়ামী লীগের বিবাদ ছিলো না। তারা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করেছেন, তারা ঐক্যবদ্ধভাবে পরাজিত হয়েছে।

অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে নির্বাচন কমিশনের প্রতি পরামর্শ রেখে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আমি বলব, ভবিষ্যতে নির্বাচন কমিশনকে এখান থেকে অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরবর্তী নির্বাচন সুষ্ঠু অবাধ করতে ভোটারদের নিরাপত্তা দেয়ার ক্ষেত্রে কি কি পদক্ষেপ নেবেন, তাদের একটা প্র্যাকটিস থাকা দরকার এবং প্রচেষ্টা থাকা দরকার। আমাদের কথা একবারই বলছি, শেখ হাসিনার অধীনে বিএনপি কখনো নির্বাচনে যাবে না।

জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠি দলের সভাপতি প্রলয় স্নালের সভাপতিত্বে আলোচনায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আফজাল এইচ খান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, এলবার্ট পি কস্টা প্রমুখ বক্তব্য রাখেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল