জয় পেল না জুভেন্টাস, ‘খলনায়ক’ রোনাল্ডো

প্রকাশিত: ১২:৪৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২০

জয় পেল না জুভেন্টাস, ‘খলনায়ক’ রোনাল্ডো

স্পোর্টস ডেস্ক

দলের কান্ডারি রূপ নিলেন ‘খলনায়কে’। পেনাল্টি মিস করে নিজেদের ঘরের মাঠেই দলকে জয়বঞ্চিত করলেন ক্রিশ্চিয়ানো রোনান্ডো।

আগের দুই ম্যাচে পেনাল্টি থেকে ৪ গোল করা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবার স্পটকিক থেকে সফল হলেন না।

বুধবার রাতে পর্তুগিজ সুপারস্টারের ভুলে আটলান্টার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে জুভেন্টাস।

অথচ ম্যাচটি ২-১ গোলেই জিততে পারত ইতালির জায়ান্টরা।

ম্যাচে রোনাল্ডো নিজেকে মেলে ধরতে পারেননি শুরু থেকেই। শুরুর দিকে সহজ দুটি সুযোগ মিস করেন রোনাল্ডো।

প্রথমবার গোলপোস্ট থেকে মাত্র ছয় গজ দূরে বল পেয়েও তা বারের ওপর দিয়ে মারেন রোনাল্ডো। দ্বিতীয়বার সতীর্থর চমৎকার এক সহায়তায় পা-ই ছোঁয়াতে পারেননি তিনি।

রোনাল্ডো মিস করলেও ম্যাচের ২৯ মিনিটের সময় ঠিকই সুযোগ হাতছাড়া করেননি ইতালিয়ান ফরোয়ার্ড ফ্রেডরিখ চিয়েসা।

তার গোলে লিড নেয় জুভেন্টাস। ১ গোলে এগিয়ে থেকেই শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে নেমেই সমতায় ফেরে আটলান্টা। ম্যাচের ৫৭ মিনিটের সময় ডি-বক্সের বাইরে থেকে নেয়া দূরপাল্লার শটে জুভেন্টাস গোলরক্ষককে পরাস্ত করেন রেমো ফ্রয়লার।

এর মিনিট তিনেক পরেই ফের এগিয়ে যাওয়ার সহজ সুযোগ পায় জুভেন্টাস। কিন্তু সেই সুযোগটাও হাতছাড়া করেন দলের সেরা তারকা রোনাল্ডো।

ম্যাচের ৬০ মিনিটের সময় ডি-বক্সের মধ্যে ফাউলের শিকার হন প্রর্থমার্ধের একমাত্র স্কোরার চিয়েসা।

রেফারির বাঁশিতে স্পটকিকে বল সাজান রোনাল্ডো। পেনাল্টি থেকে নিয়মিত গোল পাওয়া সিআরসেভেন দুর্বল এক শট নেন। যা ঠেকাতে কোনো বেগ পেতে হয়নি আটলান্টা গোলরক্ষকের।

শেষপর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে জুভেন্টাস।

ঘরে মাঠে পয়েন্ট ভাগাভাগিতে সন্তুষ্ট থাকতে হলো আন্দ্রেয়া পিরলোর শিষ্যদের।

এ ড্রয়ের পর ১২ ম্যাচে ৬ জয় ও সমানসংখ্যক ড্রয়ে ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে অবস্থান করছে জুভেন্টাস। শীর্ষে থাকা এসি মিলানের সংগ্রহ ১২ ম্যাচে ২৮ পয়েন্ট। তাদের নগর প্রতিদ্বন্দ্বী ইন্টার সমান ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে রয়েছে দুই নম্বরে।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল