সিলেট ৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২৫
‘ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূরপঙ্খি নাও’
সিলেট উইমেন চেম্বারের সভাপতি শম্পা, পরিচালক সামা
অনলাইন ডেস্ক
সিলেট উইমেন চেম্বারের সভাপতি শম্পা, পরিচালক সামা
সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি নির্বাচিত হয়েছেন লুবানা ইয়াছমিন শম্পা। প্রায় এক দশক পর আয়োজিত নির্বাচনে তিনি সভাপতি পদে জয়ী হন। রোববার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সিলেট পিটিআই মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ২৭৪ জন ভোটার এতে অংশগ্রহণ করেন। ভোটগ্রহণ শেষে বিকেল ৫টায় গণনা শুরু হয় এবং পরে ফলাফল ঘোষণা করা হয়।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন দুইজন প্রার্থী। লুবানা ইয়াছমিন শম্পা ১৩৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সামিয়া আক্তার পেয়েছেন ১০৯ ভোট, যা শম্পার চেয়ে ২৭ ভোট কম।
অন্যদিকে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ১৫ জন প্রার্থী। এদের মধ্যে সর্বাধিক ১৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর স্ত্রী সামা হক চৌধুরী। এছাড়া ১৮৭ ভোট পেয়ে জাকিরা ফাতেমা লিমি চৌধুরী, ১৬৯ ভোট পেয়ে সুমাইয়া সুলতানা চৌধুরী, ১৫১ ভোট পেয়ে রেহানা আফরোজ খান, ১৪৬ ভোট পেয়ে রেহানা ফারুক শিরিন, ১৪৪ ভোট পেয়ে আসমাউল হাসনা খান, ১৪১ ভোট পেয়ে গাজী জিনাত আফজা, ১৪০ ভোট পেয়ে শাহানা আক্তার এবং ১৩৮ ভোট পেয়ে তাহমিনা হাসান চৌধুরী পরিচালক নির্বাচিত হন।
নির্বাচনে ১১ সদস্যের পরিচালনা পর্ষদের সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আলেয়া ফেরদৌসি তুলি। ২০১৫ সালে প্রতিষ্ঠিত সিলেট উইমেন চেম্বারের ইতিহাসে দীর্ঘ বিরতির পর এ নির্বাচন অনুষ্ঠিত হলো।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by ওয়েব নেষ্ট বিডি