ঝুঁকিমুক্ত কাজ করতে গণমাধ্যমকর্মীদের পিপিই দিলেন জুড়ীর ইউএনও

প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২০

ঝুঁকিমুক্ত কাজ করতে গণমাধ্যমকর্মীদের পিপিই দিলেন জুড়ীর ইউএনও
নিজস্ব প্রতিবেদক
মৌলভীবাজার  জেলার জুড়ীতে করোনা ভাইরাস মোকাবেলায় প্রশাসনের পাশাপাশি মানুষকে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার জন্য মাঠে কাজ করে যাচ্ছে জুড়ী উপজেলা প্রেসক্লাব। কিন্তু ঝুঁকিপূর্ণ এ কাজে সাংবাদিকদের ব্যক্তিগত কোন সুরক্ষা পোশাক ছিলনা। এ জন্য মাঠে সক্রিয়ভাবে কাজ করা দুষ্কর হয়ে পরে। এক পর্যায়ে সাংবাদিকদের ব্যক্তিগত সুরক্ষা পোশাক পারসোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই) প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বনিক। পিপিই পাওয়ার জুড়ী উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা ইউএনও অসীম চন্দ্র বণিকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন এই কঠিন মুহুর্তে ইউএনওর মানবতা প্রশংসনীয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বণিক বলেন, জুড়ীর সাংবাদিকগণ যে কোন পরিস্থিতিতে সাধারণ মানুুষের পাশে দাঁড়াতে দেখেছি। তাঁরা সবসময় প্রশাসনকে সহযোগিতা করে থাকেন, যা প্রশংসার দাবি রাখে। বর্তমান বৈশ্বিক দুর্যোগ পরিস্থিতিতে জুড়ী উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা জনসচেতনতামূলক কার্যক্রম চালিয়ে মানুষদের সচেতন করছেন। সবার সম্মিলিত প্রচেষ্ঠায় আমরা এ দূর্যোগ কাটিয়ে উঠতে পারব।