ঝড় তুলে সাজঘরে ফিরলেন সৌম্য

প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০১৯

ঝড় তুলে সাজঘরে ফিরলেন সৌম্য

সিলেটের দিনকাল ডেস্ক::

ইনিংসের প্রথম বলে ইয়াসির আলীর উইকেট হারিয়ে প্রাথমিক চাকে পড়ে যাওয়া কুমিল্লাকে খেলায় ফেরাতে ব্যাটিংয়ে ঝড় তোলেন সৌম্য সরকার। ১৮ বলে ৪টি চার ও এক ছক্কায়র সাহায্যে ২৬ রান করতেই মোহাম্মদ নবীর দ্বিতীয় শিকারে পরিনত হন সৌম্য।

টস জিতে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরুতেই বিপদে পড়ে যায় কুমিল্লা। ইনিংসের প্রথম বলেই সাজঘরে ফেরেন ওপেনার ইয়াসির আলী। রংপুর রেঞ্জার্সের অধিনায়ক মোহাম্মদ নবীর করা বলটি ইয়াসিরের ব্যাটে লেগে স্ট্যাম্পে আঘাত হানে। গোল্ডেন ডাকে ফেরেন কুমিল্লা ওয়ারিয়র্সের ওপেনার ইয়াসির।

এরপর শ্রীলংকান ক্রিকেটার ভানুকা রাজাপাকশের সঙ্গে দ্বিতীয় উইকেট জুটিতে ৪১ রান যোগ করতেই বিপদে পড়ে যান সৌম্য সরকার। ২৬ রান করে সৌম্য আউট হওয়ার মাত্র ৮ বল ব্যবধানে সাজঘরে ফেরেন কুমিল্লার অন্য ওপেনার রাজাপাকশে। সঞ্জিত সাহার অফ স্পিনে বিভ্রান্ত হওয়ার আগে ১৩ বলে ১৫ রান করার সুযোগ পান ভানুকা রাজাপাকশে। ৬.৩ ওভারে দলীয় ৪৭ রানে তিন উইকেট হারায় কুমিল্লা।

রংপুর রেঞ্জার্স: মোহাম্মদ শেহজাদ, জহুরুল ইসলাম অমি, লুইস গ্রেগরি, মোহাম্মদ নবী, জাকির হাসান, জুনায়েদ খান, মোস্তাফিজুর রহমান, নাইম শেখ, তাসকিন আহমেদ, ফজলে মাহমুদ রাব্বি ও সঞ্জিত সাহা।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল