Social Bar
৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২০
খেলাধুলা : এক বছর আগে যখন হোসে মরিনহো টটেনহ্যামের ম্যানেজার হিসেবে দায়িত্ব নিয়েছিলেন তখনকার চেয়ে এখন তিনি খুশি আছেন। তিনি মনে করছেন, ম্যানেজার হিসেবে তিনি এখনো উন্নতি করছেন।গতকাল (শুক্রবার) মরিনহোর টটেনহ্যামে যোগ দেয়ার এক বছর পূর্ণ হয়েছে। মরিনহো যখন টটেনহ্যামের দায়িত্ব নিয়েছিলেন তখন প্রিমিয়ার লিগে দলটির অবস্থান ছিল ১৪তম। অথচ এখন দলটি রয়েছে দ্বিতীয় অবস্থানে। দলের এই সাফল্য উপভোগ করছেন মরিনহো।মরিনহো বলেছেন, ‘আমি যখন দায়িত্ব নিয়েছিলাম তখনকার চেয়ে এখন খুশি। এটা খুব ভালো অনুভূতি। আমরা জার্নির শুরুর দিকে রয়েছে। লিভারপুল ৫ বছর সময় নিয়েছে। সিটি সময় নিয়েছে ১০ বছর। চেলসি ২০ বছর।’চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেড থেকে মরিনহোর অনাড়ম্বরপূর্ণ প্রস্থানের পর অনেকে প্রশ্ন তুলেছিলেন যে, মরিনহো টটেনহ্যামে কতটুকু ভালো করতে পারবেন? এতে কোনো সন্দেহ নেই যে, মরিনহো এসব প্রশ্নের জবাব ভালোভাবেই দিয়েছেন।মরিনহো বলেছেন, ‘এটা এমন একটা চাকরি বা কাজ যেখানে অভিজ্ঞতার সমন্বয় আপনাকে ভালো কিছু করতে সাহায্য করে। এখানে আবেগ থাকতে হয়, ভালোবাসা থাকতে হয়, সুনির্দিষ্ট লক্ষ্য থাকতে হয়।’তিনি বলেছেন, ‘আমরা সবাই শুধু পারফেকশন খুঁজছি। কিন্তু পারফেকশন অসম্ভব। আমরা পারফেক্ট দল নই। আমাদের বর্তমান দল আগের চেয়ে অনেক ভালো। কিন্তু আমাদের অনেক দূর যেতে হবে।’
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D