টসে জিতে ব্যাটিংয়ে সিলেট

প্রকাশিত: ২:৩৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০১৯

টসে জিতে ব্যাটিংয়ে সিলেট

স্পোর্টস ডেস্ক:
চট্টগ্রামপর্বের শেষ দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে ঢাকা প্লাটুন আর সিলেট থান্ডার। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতেছেন সিলেট অধিনায়ক মোসাদ্দেক হোসেন। প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অর্থাৎ মাশরাফি বিন মর্তুজার ঢাকা প্রথমে বোলিং করবে।

দুই দলের মধ্যে সুবিধাজনক অবস্থানে আছে ঢাকা প্লাটুন। পাঁচ ম্যাচে তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে তারা তালিকার চার নম্বরে। আর টানা চার ম্যাচ হারের পর গত ম্যাচে একমাত্র জয় পেয়েছে সিলেট থান্ডার। ২ পয়েন্ট নিয়ে তারা তালিকার ছয় নম্বরে।

ঢাকা প্লাটুন একাদশ
তামিম ইকবাল, এনামুল হক বিজয়, মেহেদী হাসান, আসিফ আলি, জাকের আলি অনিক, মুমিনুল হক, শহীদ আফ্রিদি, শাদাব খান, ওয়াহাব রিয়াজ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), হাসান মাহমুদ।

সিলেট থান্ডার্স একাদশ
আন্দ্রে ফ্লেচার, আবদুল মজিদ, জনসন চার্লস, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), নাজমুল হোসেন মিলন, সোহাগ গাজী, শেরফান রাদারফোর্ড, এবাদত হোসেন চৌধুরী, ক্রিসমার সান্তোকি, নাজমুল ইসলাম অপু।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল