১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২১
স্পোর্টস ডেস্ক ::
টাইগারদের সিরিজ জয়ের ভিডিও আপ করে অসি কোচের রোষানলে পড়েছেন অস্ট্রেলিয়ান দুই সাংবাদিক।
অস্ট্রেলিয়ার ওয়েবসাইট ‘ক্রিকেট ডটকম ডট এইউ’র দুই কর্মীর সঙ্গে ঝগড়া করেছেন কোচ জাস্টিন ল্যাঙ্গার ও ম্যানেজার গ্যাভিন ডোভি।
অস্ট্রেলিয়াকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন খেলায় জিতে সিরিজ নিশ্চিত করে ড্রেসিংরুমেও উৎসব করে টাইগাররা।
মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলের উৎসবের সেই ভিডিও ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে আপ করে কোচ ও ম্যানেজারের রোষানলে পড়েন ক্রিকেট ডটকম ডট এইউ’র হয়ে বাংলাদেশ সফরে আসা দুই কর্মী।
অস্ট্রেলিয়ান সংবাদ মাধ্যম সিডনি মর্নিং হেরাল্ড জানিয়েছে, ওয়েবসাইটে বাংলাদেশ ক্রিকেট দলের উদযাপনের ভিডিও প্রকাশিত হলে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ম্যানেজার ও প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার আপত্তি জানান।
সিরিজ হারের পর অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ম্যানেজার ডোভি একজন কর্মীকে বলেন, অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে বাংলাদেশের জয়ের ভিডিও প্রকাশ করা কোনোভাবেই উচিত হয়নি। এ সময় ল্যাঙ্গার সেখানে এসে ডোভির সঙ্গে যোগ দেন। দুই কর্মীই নিজেদের যুক্তিতে অটল ছিলেন। কিন্তু ল্যাঙ্গার আর ডোভি একপর্যায়ে ঝগড়া করতে থাকেন। টিম হোটেলে অনেকের সামনে এমন ঘটনা ঘটে। এতে খোত অস্ট্রেলিয়ার ক্রিকেটাররাও বিব্রত হন।
সিডনি মর্নিং হেরাল্ডকে অস্ট্রেলিয়ার ম্যানেজার বলেন, দলের পরিবেশ যথেষ্ট ভালো ছিল। এটিকে অন্যভাবে ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই। পুরো বিষয়টিই ছিল এক ধরনের খোলামেলা আলোচনা। এমন আলোচনা দলের মধ্যে, খেলোয়াড়, কর্মকর্তা বা অন্যান্য কর্মীর মধ্যে হতেই পারে।
তিনি আরও বলেন, হ্যাঁ, বিষয়টিতে আমাদের মতে পার্থক্য ছিল এবং এ মতপার্থক্যের বিষয়টি আমরা মেনে নিয়েছি। তবে এটি এমন একটা আলোচনা ছিল, যেটি লোকচক্ষুর আড়ালেই হওয়া উচিত ছিল।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D