টিলাগড় থেকে ছাত্রলীগ নেতা সৌরভ গ্রেপ্তার

প্রকাশিত: ১:৩১ পূর্বাহ্ণ, মে ১৬, ২০২০

টিলাগড় থেকে ছাত্রলীগ নেতা সৌরভ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

সিলেট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার উপর হামলা মামলায় ছাত্রলীগ নেতা সৌরভ দাশকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুর ২টার দিকে টিলাগড় গোপালটিলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে শাহপরান থানা পুলিশ। সৌরভ জেলা ছাত্রলীগের সাবেক সদস্য। লোচিত এই মামলায় এ পর্যন্ত দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে ঘটনার রাতেই জেলা ছাত্রলীগের সাবেক গণশিক্ষা সম্পাদক কনক পাল অরুপকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ব্যাপারে শাহপরান (রহ.) থানার ওসি আব্দুল কাইয়ুম বলেন, সৌরভ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামী। এই মামলায় এখনর পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গত ১১ মে সিলেটের টিলাগড় এলাকায় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কাজী আশরাফুল ইসলামের উপর হামলার ঘটনা ঘটে। ওইরাতেই রাতেই সিলেট বিভাগীয় প্রাণিসম্পদ কর্মকর্তা ড. আমিনুল ইসলাম বাদী হয়ে শাহপরান থানায় একটি মামলা দায়ের করেন। সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রনজিৎ সরকারকে প্রধান আসামী করে দায়েকৃত মামলায় ১০জনকে আসামী করা হয়। মামলার এজাহারে অভিযোগ করা হয়, হামলাকারীরা বিভাগীয় প্রাণিসম্পদ কার্যালয়ে গিয়ে খাওয়ার জন্য পাঠা খামারের দিতে বলেন। পাঠা দিতে অস্বীকার করায় তাদের উপর হামলা করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল