সিলেট ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৩ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২০
স্পোর্টস ডেস্ক
পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিকের একসময়ের সতীর্থরা অবসরে গিয়ে এখন কোচ, নির্বাচক বা পরামর্শক হয়েছেন।
কিন্তু তরুণদের সঙ্গে পাল্লা দিয়ে এখনও মাঠ মাতাচ্ছেন তিনি। ক্যারিয়ারে জমা করছেন রান।
রানের চাকা সচল রেখে এবার টি-টোয়েন্টিতে ইতিহাস গড়েছেন পাকিস্তানের এ অভিজ্ঞ ব্যাটসম্যান।
এশিয়ার প্রথম ব্যাটসম্যান হিসেবে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন তিনি।
এশিয়ার প্রথম হলেও ক্রিকেটের খুদে এই সংস্করণে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় বিশ্বে তৃতীয় অবস্থানে রয়েছেন শোয়েব মালিক।
তার আগে রয়েছেন দুই ক্যারিবীয় টি-টোয়েন্টি স্পেশালিস্ট ক্রিস গেইল ও কাইরন পোলার্ড। গেইল ৪০৪ ম্যাচের ৩৯৬ ইনিংসে ১৩২৯৬ রান করেছেন। আর ৫১৮ ম্যাচের ৪৬২ ইনিংসে ১০৩৭০ রান করেছেন পোলার্ড।
৩৯৫ ম্যাচের ৩৬৮ ইনিংস খেলে ১০০২৭ রান জমা করেছেন শোয়েব মালিক।
শনিবার নিজ দেশের ন্যাশনাল কাপ টি-টোয়েন্টিতে খাইবারপাখতুনের হয়ে খেলছেন শোয়েব।
ম্যাচে দুর্দান্ত এক ফিফটির ঠিক ৩ রান আগেই ১০ হাজারি ক্লাবে ঢুকে পড়েন শোয়েব। বেলুচিস্তানের বিপক্ষে ম্যাচে ৮ চার ও ২ ছয়ের মারে মাত্র ৪৪ বলে ৭৪ রানের ইনিংস খেলেন মালিক।
শোয়েব মালিকের নিচেই রয়েছেন ব্রেন্ডন ম্যাককালাম। অবসরে যাওয়ার আগে ৯৯২২ রান করেন এ কিউই স্টার।
তবে ফর্মে থাকা অসি ওপেনার ডেভিড ওয়ার্নার ৯৫০৩ রান নিয়ে ১০ হাজারি ক্লাবের ৫ম অবস্থানে রয়েছেন।
তথ্যসূত্র: পাকিস্তান ক্রিকেট, ক্রিকইনফো
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by ওয়েব নেষ্ট বিডি