১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২২ পূর্বাহ্ণ, অক্টোবর ১০, ২০১৬
ক্রীড়া ডেস্ক: প্রকাশিত:- ১০.১০.১৬, সোমবার: বাংলাদেশের জয় যখন প্রায় নিশ্চিত; ঠিক তখনই মিরপুর শের-ই-বাংলায় বাঘের গর্জন তোলেন মাহমুদউল্লাহ রিয়াদ-মাশরাফি বিন মুর্তজারা। টাইগারদের এমন উদযাপন মোটেই ভালো লাগেনি ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারের। যে কারণে মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে মাঠেই তর্কে জড়িয়ে পড়েন তিনি। এদিকে ম্যাচ শেষে নিয়ম অনুযায়ী ইংল্যান্ড দলের ক্রিকেটারদের সাথে বাংলাদেশ দলের ক্রিকেটাররা হাত মেলাতে আসলে তামিম ইকবালের সাথে বিবাদে জড়িয়ে পড়তে দেখা যায় ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসকে। সেই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তামিমকে ধুয়ে দিয়েছেন এই অলরাউন্ডার।
টুইটারে স্টোকস লিখেছেন, ‘জয়ের জন্য বাংলাদেশকে অভিনন্দন। এক কথায় আমাদেরকে ওরা উড়িয়ে দিয়েছে। কিন্তু, কেউ হাত মেলানোর সময় আমার সতীর্থকে কাঁধ দিয়ে ধাক্কা দিলে সেটা আমি চুপচাপ মেনে নেবো না।’
তবে টুইটারে কারো নাম উল্লেখ করেননি স্টোকস। কিন্তু তিনি যে তামিমকে উদ্দেশ্য করে এ কথা বলেছেন, তা সহজে বোঝা যায়। কারণ, ম্যাচ শেষে জনি বেয়ারস্টোর কাঁধে ধাক্কা লাগে তামিমের। আর তখনই তামিম-স্টোকসের উত্তপ্ত বাক্যবিনিময় চলে। তাদের মধ্যস্থতা করতে এগিয়ে আসেন সাকিব আল হাসান-মঈন আলীরা।
বোরবার ইংল্যান্ডকে ৩৪ রানে হারিয়ে সিরিজে সমতায় ফেরে বাংলাদেশ। তবে আগামী বুধবার চট্টগ্রামে সিরিজ নির্ধারণী ম্যাচে জয়ের ব্যাপারে আশাবাদী বেন স্টোকস। টুইটারে তিনি লিখেছেন, ‘আমাদের চোখ এখন আগামী ম্যাচের দিকে। আশা করি সেই ম্যাচটা আমরা জিতব। টেস্ট সিরিজ শুরুর আগে এই জয় আমাদের অনেক কাজে দেবে।’
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D