টুকেরগাঁওয়ে মিনি ফুটসাল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরণ সম্পন্ন

প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২০

টুকেরগাঁওয়ে মিনি ফুটসাল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরণ সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি:
সিলেট সদর উপজেলা টুকেরবাজার এর টুকেরগাঁও উদয়ন স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত ২য় মিনি নাইট ফুটসাল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। ১৪ ফেব্রুয়ারি শুক্রবার রাতে গ্রামের দক্ষিণের মাঠে টুকেরবাজার নয়গ্রাম পঞ্চায়েত কমিটির আহবায়ক আবু ঈসার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরণ করেন সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ।

ক্লাবের সভাপতি জুবায়ের আহমদের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মিল্লাত আহমদ চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি এ কে এম তারেক কালাম, টুকেরবাজার ইউ/পি সদস্য গিয়াস উদ্দিন, আব্দুল মালেক, টুকেরবাজার ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহি উদ্দিন, কান্দিগাঁও ইউ/পি সদস্য কাছা মিয়া, মুরব্বী নাজিম উদ্দিন, নুরুল ইসলাম, সমাজ সেবক আবু বক্কর, সিলেট জেলা যুবলীগ নেতা আবুল হোসেন আদিল, টুকেরবাজার নয়গ্রাম সমাজ কল্যাণ যুব পরিষদের সভাপতি আব্দুস সালাম, সহ সভাপতি শাহনুর ইসলাম, সাধারণ সম্পাদক এনাম হোসেন শিপন, সাংগঠনিক সম্পাদক ফুলমিয়া, ক্রিড়ানুরাগী ইকবাল আহমদ, মাছুম আহমদ, নাজমুল হোসেন, লায়েক আহমদ, ক্লাবের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক কাওছার ইসলাম, যুগ্ম সম্পাদক দিলোয়ার হোসেন, ক্রিড়া সম্পাদক বিলাল আহমদ, প্রচার সম্পাদক শামীম আহমদ, দপ্তর সম্পাদক আবুল কাশেম, সিনিয়র সদস্য কয়ছর আহমদ, সাদিক আহমদ, ছালে আহমদ, হাবিব আহমদ, রুমেল আহমদ, সাহেদ আহমদ, সদস্য ফয়জুল ইসলাম, আক্তার হোসেন, আব্দুল কাদির, আফছার আহমদ, ইমরান আহমদ, আবু বক্কর সাদিক আহমদ, আহমেদ ইমরান পাশা, সুলতান আহমদ, মুজাম্মিল সহ ক্লাবের সকল সদস্য বৃন্দ প্রমূখ।

খেলার শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশনা এবং জমকালো আতশবাজির বর্ণাঢ্য আয়োজন দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সামাজিক শৃঙ্খলা সৃষ্টিতে এবং সমাজে অপরাধ প্রবণতা দূর করতে তরুণদের এই ধরনের খেলাধুলার আয়োজন খুবই গুরুত্বপূর্ণ। তবে ভালো ফুটবলার তৈরি করতে বড় মাঠে ফুটবলের কোনো বিকল্প নাই। খেলায় কংফু ফুটবল দল ১-০গোলে হেনা টিভি স্পোর্টস দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ম্যাচ সেরা হয় গোলদাতা রায়হান। পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দল পেয়েছে একটি ফ্রিজার আর রানারআপরা টেলিভিশন।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল