টু‌কের বাজা‌রে ৩য় ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০১৮

টু‌কের বাজা‌রে ৩য় ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

অপরাধমুক্ত সুন্দর সমাজ বিনির্মাণে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা মানুষের শরীর গঠনের পাশাপাশি ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের আমলে খেলাধুলার ব্যাপক উন্নয়ন হয়েছে। খেলাধুলার সফলতার কারণে বিশ্বে অনেক সুনাম অর্জন করেছে বাংলাদেশ। আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের আমলে দেশের সকল ক্ষেত্রে সমভাবে উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়িত হওয়ার ফলে দেশ এখন রয়েছে উন্নয়নের মহাসড়কে।

টুকের বাজার নয়গ্রাম পঞ্চায়েত কমিটির অাহবায়ক অাবু ঈসা, যুগ্ম অাহবায়ক হাজী মিসবাহ উদ্দীন ও সদস্য হাজী জালাল উদ্দীন এই তিন প্রবীণ মুরব্বী’র সভাপতিত্বে এবং প‌রিষ‌দের সাধারণ সম্পাদক এনাম হো‌সেন শিপন এর পরিচালনায় ১৬ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে সিলেট সদর উপ‌জেলার টু‌কের বাজার স্হানীয় পশ্চিমের মাঠে টু‌কের বাজার নয়গ্রাম সমাজ কল্যাণ যুব প‌রিষ‌দের উদ্যোগে আয়োজিত ‘৩য় ফুটবল টুর্নামেন্ট’র পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন সিলেট জেলা অাওয়ামীলীগের সহ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান অালহাজ্ব অাশফাক অাহমদ।

টুর্ণামেন্টের ফাইনাল খেলায় জগন্নাথপুর উপজেলার সানজানা ইলেভেন স্টার লাউতলা কে ২ গোলে হারিয়ে গৌরিপুর সমাজকল্যাণ যুব পরিষদ বিজয়ী হয়।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা চেয়ারম্যান অালহাজ্ব অাবদাল মিয়া, ছাতক উপজেলা চেয়ারম্যান ওলিউর রহমান বকুল, সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সুজাত অালী রফিক, টুকের বাজার ইউ/পি চেয়ারম্যান অালহাজ্ব শহিদ অাহমদ, কান্দিগাঁও ইউ/পি চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন, জেলা বিএনপির সহ সভাপতি ও ৭নং মোগলগাঁও ইউ/পি’র সাবেক চেয়ারম্যান শাহ জামাল নুরুল হুদা, জেলা বিএনপির সহ সভাপতি এ.কে. এম তারেক কালাম, ১নং লামাকাজী ইউ/পি চেয়ারম্যান কবির হোসেন ধলামিয়া, সাবেক ভাইস চেয়ারম্যান অাবুল কাশেম, বিশিষ্ট শিল্পপতি ও রোটারিয়ান অাশরাফুর রহমান চৌধুরী, সংবাদ সংস্থা বাসস এর সিলেট ব্যুরো প্রধান মখসুদ অাহমদ মখসুদ, টুকের বাজার নয়গ্রাম পঞ্চায়েত কমিটির সদস্য সচিব হাজী অাব্দুল হক, সদর উপজেলা অাওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মাস্টার অাব্দুস শুকুর, হারুন নেছা কিন্ডারগার্টেনের চেয়ারম্যান হাজী নজির হোসেন, ৬নং টুকের বাজার ইউনিয়ন অাওয়ামীলীগের সভাপতি অালতাব হোসেন, সাধারণ সম্পাদক মোঃ অাব্দুল মুকিত, মেম্বার শাহাব উদ্দিন লাল, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান জৈনুদ্দিন, টুকের বাজার ব্যবসায়ী সমিতি কমিটির সাধারণ সম্পাদক নেওয়াজ উদ্দিন,অাওয়ামীলীগ নেতা মোঃ রফিক অাহমদ, প্রথম পুরুস্কার দাতা মেম্বার গিয়াস উদ্দিন, এনাম হোসেন, অাব্দুল মালেক, ২য় পুরুস্কার দাতা অাকমল হোসেন, রাজনৈতিক ব্যক্তিত্ব ও তরুন সমাজ সেবক নুরুল হক, অালী হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক অালতাফ হোসেন, ব্যবসায়ী হাজী ইমাম উদ্দিন, মুরব্বী রায়হান উদ্দিন, মনতাজ মিয়া, অাবুল হোসেন, তৈয়বুর রজমান, শাহজাহান মিয়া, মেম্বার ফরিদ মিয়া, মেম্বার কাছা মিয়া, মুরব্বী রাজা মিয়া, শাহবুদ্দিন মিয়া, যুব নেতা শাহিন অাহমদ, রেজাউল রহমান মুস্তাক, ব্যবসায়ী মাছুম অাহমদ। স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সভাপতি মোঃ অাব্দুস সালাম। অারো বক্তব্য রাখেন পরিষদের সহ সভাপতি অাল অামিন, যুগ্ম সাধারণ সম্পাদক, ফজল অাহমদ রানা, অর্থ সম্পাদক রাসেল অাহমদ সহ পরিষদের সকল সদস্যবৃন্দ প্রমুখসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল