টেস্টেও দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডি কক

প্রকাশিত: ১:০৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২০

টেস্টেও দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডি কক

স্পোর্টস ডেস্ক

এবার টেস্ট দলেরও অধিনায়ক হলেন কুইন্টন ডি কক। বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের কারণে নেতৃত্ব থেকে সরে দাঁড়ান দক্ষিণ আফ্রিকান অধিনায়ক ফাফ ডু প্লেসিস। তার অবর্তমানে দলটির ওয়ানডে, টি-টোয়েন্টির নেতৃত্ব দেয়া হয় ডি কককে। এবার টেস্ট দলেরও নেতৃত্ব দেয়া হল এই তারকা ওপেনারকে।

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য শুক্রবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। এদিনই ডি কককে টেস্ট দলের অধিনায়ক হিসেবে ঘোষণা করে তারা। লঙ্কানদের বিপক্ষে টেস্ট দিয়ে এ সংস্করণে নেতৃত্বের অভিষেক হবে ডি ককের।

গত ফেব্রুয়ারিতে ফাফ ডু প্লেসি টেস্ট অধিনায়কত্ব ছাড়ার পর এতদিন নতুন কাউকে এ দায়িত্ব দেয়নি প্রোটিয়া বোর্ড। পরে এপ্রিলে বোর্ড পরিচালক গ্রায়েম স্মিথ বলেছিলেন, তিন সংস্করণে নেতৃত্বের চাপের কথা মাথায় রেখে ডি কককে টেস্ট অধিনায়ক করার কথা ভাবছেন না তারা।

কিন্তু আসন্ন মৌসুমে তুলনামূলক কম টেস্টের সূচির কথা ভেবে অবশেষে ডি কককেই এ দায়িত্ব দিয়েছেন দক্ষিণ আফ্রিকার নির্বাচকরা। এই গ্রীষ্মে শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে দুটি করে এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি টেস্ট খেলবে দলটি।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল