সিলেট ৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২০
খেলাধুলা : করোনা মহামারীর জন্য আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট সিস্টেমে বদল এনেছে আইসিসি। এর আগের পয়েন্ট সিস্টেম অনুযায়ী ভারত ছিল এক নম্বরে। অস্ট্রেলিয়া দুইয়ে। বর্তমানে পয়েন্ট সিস্টেমের বদল হওয়ায় অস্ট্রেলিয়া উঠে এলো এক নম্বরে। তিন ম্যাচ খেলে তিনটিতেই হেরে বাংলাদেশ নবম স্থানে তথা সবার নিচে অবস্থান করছে।অনিল কুম্বলের নেতৃত্বাধীন এক কমিটির সুপারিশে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট সিস্টেমে এই বদল আনা হয়েছে। কোভিডের জন্য বিশ্বের বেশির ভাগ দেশই অনেক সিরিজ খেলতে পারেনি। ফলে, এখনও পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপের যত ম্যাচ হওয়ার কথা, তার অর্ধেকও হয়নি।আইসিসির হিসাব বলছে, বর্তমান সময় থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলি ফের শুরু হলে টুর্নামেন্ট যখন শেষ হওয়ার কথা তখন ৮৫ শতাংশ ম্যাচ শেষ হবে। কোনো টিম কম ম্যাচ খেলেছে, কোনো টিম বেশি। বেশি ম্যাচ খেলে বেশি পয়েন্ট পাওয়া টিম আগের তালিকায় সুবিধা পাচ্ছিল। সে জন্য পয়েন্ট সিস্টেমের বদল চেয়েছিল আইসিসি। কমিটির সুপারিশ ছিল, টিমগুলি ইতিমধ্যেই যতগুলি সিরিজের যত ম্যাচ খেলে যে পয়েন্ট পেয়েছে, তার শতাংশের হিসাবে টিমগুলির স্থান নিরূপণ করা হোক। কমিটির এই সুপারিশ অনুমোদন করে আইসিসির চিফ এক্সিকিউটিভ কমিটি।আইসিসির চিফ এক্সিকিউটিভ মানু সনে বলেছেন, ‘টিমগুলির র্যাঙ্কিং সিস্টেমের যে বদল আনার কথা কমিটি সুপারিশ করেছিল, তা মেনে নেওয়া হয়েছে। যে সব সিরিজ খেলা হয়েছে এবং যত ম্যাচ শেষ হয়েছে, সেই সব ম্যাচ থেকে প্রাপ্ত পয়েন্টের শতাংশের ভিত্তিতেই নতুন তালিকা তৈরি করা হয়েছে। এতে ওই সব টিমের পারফরম্যান্সের একটা স্বচ্ছ ধারণা পাওয়া যাবে এবং টিমগুলির প্রতি সুবিচার করা যাবে।’বর্তমান নিয়মে দেখা যাচ্ছে তালিকার এক নম্বর টিম অস্ট্রেলিয়া পেয়েছে ৮২.২ শতাংশ। তাদের পয়েন্ট ২৯৬। খেলেছে ৩টি সিরিজ। জিতেছে ৭টা ম্যাচ। হার ২, ড্র ১।অন্যদিকে, এর আগের সিস্টেমে এক নম্বরে থাকা ভারতের পয়েন্ট বেশি (৩৬০) হলেও শতাংশের হিসেবে (৭৫%) তারা অস্ট্রেলিয়ার থেকে এক ধাপ নেমে গেল। ৪ সিরিজ খেলে অস্ট্রেলিয়া ৭টি ম্যাচে জয় পেয়েছে ও দুইটিতে হেরেছে। কোনো ম্যাচে তারা ড্র করেনি।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by ওয়েব নেষ্ট বিডি