সিলেট ২৭শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২৫
ট্রাইব্যুনালে অডিও : গণ-অভ্যুত্থানে হেলিকপ্টার দিয়ে বো ম্বিং করতে চেয়েছিলেন হাসিনা
ডেস্ক রিপোট : জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনের সময় ছত্রীসেনা মোতায়েন করতে চেয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরও বলেছিলেন, হেলিকপ্টার দিয়ে সেখানে বোম্বিং করা হবে।
বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১-এ শেখ হাসিনা ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর সঙ্গে কথোপকথনের একটি অডিও শোনানো হয়। শেখ হাসিনাকে সেখানে এ কথা বলতে শোনা গেছে।
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলায় গতকাল ৫৩তম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন তানভীর হাসান জোহা। তিনি এই মামলার বিশেষ তদন্ত কর্মকর্তা। সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর।
জবানবন্দির শেষ পর্যায়ে ট্রাইব্যুনালকে পাঁচটি অডিও দেন তানভীর হাসান। এর মধ্যে চারটি অডিও প্লে (চালানো) করা হয়। যার মধ্যে দুটি অডিও শেখ হাসিনা ও হাসানুল হক ইনুর কথোপকথনের। ট্রাইব্যুনালের এই বিচারিক কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হয়েছে।
শেখ হাসিনা ও হাসানুল হক ইনুর কথোপকথনের একটি অডিও অনুযায়ী, হাসানুল হক ইনু: আমি মনে করি যে আপনার পদক্ষেপটা সঠিকই হয়েছে। এখন পর্যন্ত যা রিপোর্ট বাংলাদেশে পাচ্ছি আর কি। খালি ঢাকাতে আপনার রামপুরার দিকে এবং শনির আখড়াতে…। শেখ হাসিনা: না, রামপুরা ক্লিয়ার। শনির আখড়ায় একটু ঝামেলা এখনো আছে।
ইনু: শনির আখড়ায় কিছু মোল্লারাই…।
শেখ হাসিনা: খালি মোল্লা না, সেখানে অনেক মাদ্রাসা। ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাইকিং করতে বলেছি। নারায়ণগঞ্জে ঢুকতে দিচ্ছে না আর্মিকে। আমরা ছত্রীসেনা নামাচ্ছি।
ইনু: ওহ, আচ্ছা।
শেখ হাসিনা: আমি বলছি, ক্যাজুয়ালটির দরকার নাই। ওরা ব্যারিকেড দিয়ে আছে তো, ঠিক আছে, আকাশ থেকে নামবো। কারণ, দুই পাশ দিয়ে ধরবে… ম্যাসেজটা দিয়ে দিতে পারেন।
ইনু: আচ্ছা।
শেখ হাসিনা: ছত্রীসেনা পাঠানো হচ্ছে। ঠিক আছে, হেলিকপ্টার দিয়ে সোজা বোম্বিং করা হবে। হেলিকপ্টার যাক, ওপর দিয়ে মারবে।
ইনু: আচ্ছা, ওপর দিয়ে সাউন্ড বোম যাবে আর কি।
হাসিনা: হুম।
জবানবন্দিতে তানভীর হাসান বলেন, গত বছরের ২৩ ডিসেম্বর শেখ হাসিনার ফোনালাপের ৬৯টি অডিও ক্লিপ এবং ৩টি মুঠোফোন নম্বরের সিডিআর এনটিএমসি থেকে জব্দ করেন। জুলাই আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে সাবেক প্রধানমন্ত্রী লেথাল উইপন ব্যবহার করে সরাসরি গুলির নির্দেশে দিয়েছেন। আন্দোলনকারীদের অবস্থান নির্ণয় করে হেলিকপ্টার ব্যবহার করে বোম্বিং করার কথা বলেছিলেন এবং পরিকল্পিতভাবে ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছিলেন।
ঢাকা টাইমস লিখেছে …
গত বছরের জুলাইয়ে ছাত্র ও জনতার চলমান আন্দোলন দমন করতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছত্রীসেনা নামানো এবং হেলিকপ্টার থেকে বোমা বর্ষণের নির্দেশ দিয়েছিলেন বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফাঁস হওয়া একটি অডিও থেকে জানা গেছে।
বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ চলমান একটি মামলার শুনানিতে শেখ হাসিনা এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর মধ্যে কথোপকথনের অডিও শোনানো হয়। ট্রাইব্যুনালের এ দিনের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হয়।
জুলাই-আগস্টের ‘গণঅভ্যুত্থান’ চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় এদিন রাষ্ট্রপক্ষের ৫৩তম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন মামলার বিশেষ তদন্ত কর্মকর্তা এবং প্রসিকিউটর তানভীর হাসান জোহা।
তিনি জানান, এনটিএমসি (ন্যাশনাল টেলিকম মনিটরিং সেন্টার) থেকে সংগ্রহ করা তথ্য অনুযায়ী, শেখ হাসিনার তিনটি নম্বরের কললিস্ট (সিডিআর) এবং ৬৯টি অডিও ক্লিপ উদ্ধার করা হয়েছে।
হেলিকপ্টার দিয়ে সোজা বোম্বিং করা হবে
শোনানো অডিওতে শেখ হাসিনাকে স্পষ্টতই বলতে শোনা যায়: ‘নারায়ণগঞ্জে ঢুকতে দিচ্ছে না আর্মিকে। আমরা ছত্রীসেনা নামাচ্ছি… ঠিক আছে, হেলিকপ্টার দিয়ে সোজা বোম্বিং করা হবে।’
অপরদিকে, হাসানুল হক ইনুকে বলতে শোনা যায়; ‘আমি মনে করি আপনার পদক্ষেপটা সঠিকই হয়েছে।’
শেখ হাসিনা বলেন, ‘ওরা ব্যারিকেড দিয়ে আছে, ঠিক আছে, আকাশ থেকে নামবে। কারণ, দুই পাশ দিয়ে ধরবে।’
‘মোল্লা না, মাদ্রাসা—ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
অডিওতে রামপুরা ও শনির আখড়া এলাকার পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। ইনু বলেন, শনির আখড়ায় কিছু মোল্লা আছে। জবাবে শেখ হাসিনা বলেন,
‘খালি মোল্লা না, অনেক মাদ্রাসা। ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাইকিং করতে বলেছি।’
ইন্টারনেট বন্ধ করে আন্দোলন দমন
প্রসিকিউটর তানভীর হাসান জোহা তার জবানবন্দিতে বলেন, আন্দোলন দমনে সরকার পরিকল্পিতভাবে ইন্টারনেট বন্ধ করে দেয়। আন্দোলনকারীদের অবস্থান চিহ্নিত করে লেথাল উইপন ব্যবহারের নির্দেশ দেন তৎকালীন প্রধানমন্ত্রী।
তিনি আরও জানান, আন্দোলনকারীদের দমন করতে গুলি চালানোর নির্দেশনাও উচ্চপর্যায় থেকে দেওয়া হয়।
ট্রাইব্যুনালে জবানবন্দি দেওয়ার সময় তানভীর হাসান পাঁচটি অডিও ক্লিপ জমা দেন, যার মধ্যে চারটি এদিন আদালতে চালানো হয়। এর দুটি অডিওতে শেখ হাসিনা ও ইনুর কথোপকথন সংরক্ষিত ছিল।
অডিও ক্লিপগুলো মামলার আলামত হিসেবে দাখিল করা হয়েছে এবং তা বিচার প্রক্রিয়ায় যুক্ত হবে বলে আদালত সূত্রে জানা গেছে।
গত বছরের জুলাই-আগস্টে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও নগরজুড়ে বৈষম্যবিরোধী ও শিক্ষাব্যবস্থার সংস্কার দাবিতে ব্যাপক ছাত্র-জনতার আন্দোলন হয়। আন্দোলন দমন করতে সরকারের কঠোর অবস্থান, ইন্টারনেট বন্ধ, এবং সহিংস দমন-পীড়নের ঘটনা দেশজুড়ে সমালোচনার জন্ম দেয়।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by ওয়েব নেষ্ট বিডি