খ্যাতিমান প্রকৌশলী জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, ডাকসুর সাবেক ভিপি, ছাত্রলীগের সাবেক সভাপতি, জাতীয় সংসদ সদস্য ও জাতীয় নেতা সুলতান মুহাম্মদ মনসুর আহমদ।
এক শোকবার্তায় তিনি বলেন,আমার অত্যন্ত শুভাকাঙ্ক্ষী ও আধ্যাত্মিক ভূমির সন্তান “অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী দেশের একজন প্রতিভাবান প্রকৌশলী ছিলেন। বাংলাদেশের শিক্ষা, প্রশাসন ও উন্নয়ন কার্যক্রমে অতুলনীয় ভূমিকা রেখেছিলেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসেফিকে যোগ দিয়ে দেশের শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা রেখেছেন তিনি। এছাড়া বঙ্গবন্ধু সেতু, পদ্মা সেতু, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং কর্ণফুলী টানেলসহ দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা নির্মাণে জামিলুর রেজা চৌধুরীর অবদান জাতি কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে। ১৯৯৬ সালে জাতীয় নির্বাচনের আগে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে জামিলুর রেজা চৌধুরী অত্যন্ত সাফল্যের সাথে কয়েকটি মন্ত্রণালয় দেখভাল করেছেন। জামিলুর রেজা চৌধুরীর মৃত্যুতে বাংলাদেশের শিক্ষা ও উন্নয়নে যে শূন্যতা সৃষ্টি হলো, তা সহসাই পূরণ হবার নয়।
জামিলুর রেজা চৌধুরীর আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন
সুলতান মনসুর।
সোমবার রাতে ঘুমের মধ্যে অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর ‘হার্ট অ্যাটাক’ হয়। ভোরের দিকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু হয়।