ডা: মইন উদ্দিনের মৃত্যুতে সিলেট মহানগর যুবলীগের শোক

প্রকাশিত: ১১:০৫ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২০

ডা: মইন উদ্দিনের মৃত্যুতে সিলেট মহানগর যুবলীগের শোক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার ।

এক শোক বার্তায় নেতৃবৃন্দ  শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও বিদেহি আত্মার মাগফেরাত কামনা করেন। নেতৃবৃন্দ  বলেন, অধ্যাপক  ডা. মইন উদ্দিন ছিলেন সিলেটে করোনা যুদ্ধে প্রথম সারির যোদ্ধা। নিজের জীবনের মায়া ত্যাগ করে চিকিৎসাসেবায় ব্রত ছিলেন।তাঁর মৃত্যুতে সিলেট একজন জনসেবককে হারাল। উল্লেখ্য, করোনাভাইরাসে আক্রান্ত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি অধ্যাপক  ডা. মইন উদ্দিন ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৫ এপ্রিল) সকালে মৃত্যু বরন করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল