ডিএমএস থেকে আসছে রুনা লায়লার নতুন গান

প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০১৯

ডিএমএস থেকে আসছে রুনা লায়লার নতুন গান
ডেক্স রিপোর্টঃঃ  প্রথমবার নায়ক আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’ ছবিতে একটি গানের সুর করে সুরকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন খ্যাতিমান শিল্পী রুনা লায়লা।

গানের শিরোনাম ‘ফেরাতে পারিনি’। গানটি গেয়েছেনও রুনা লায়লা। কবির বকুলের লেখা এ গানের সঙ্গীতায়োজন করেছেন রাজা কাশ্যফ। এ গানের মাধ্যমে দীর্ঘদিন পর নতুন গান কণ্ঠে তুলেছেন রুনা লায়লা। নিজের সুরে এটাই তার কণ্ঠে প্রথম গান। এরই মধ্যে গানটির একটি দৃষ্টিনন্দন ভিডিও তৈরি করা হয়েছে। ভিডিওতে অংশ নিয়েছেন শিল্পী নিজেই।

নির্মাণ করেছেন শাহরিয়ার পলক। আজ গানটি ডিএমএসের ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্ণধার সঙ্গীতশিল্পী ধ্রুব গুহ।

১৬/১১/২০১৯৩৬৩