১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০১৯
হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কের উভয় পাশে গড়ে ওঠা বেশ কয়েকটি শিল্প কারখানায় এডিস মশার লার্ভা পাওয়া গেছে। শুধু স্টার সিরামিক কোম্পানিতেই পাওয়া গেছে ৩৯ জনের মতো ডেঙ্গু রোগী।
এছাড়াও আরও কয়েকটি কোম্পানিতে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে রোগীরা হাসপাতালে ভর্তি হয়েছেন। শিল্প এলাকার এ সমস্যা নিয়ে শনিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজন করা হয় মতবিনিময় সভা। এতে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং শিল্প এলাকার হোটেল রেস্টুরেন্টের মালিকরা অংশ নেন। সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ বলেন, ডেঙ্গুর প্রাদুর্ভাব কমাতে সকলে মিলে কাজ করতে হবে। শিল্প প্রতিষ্ঠানগুলো যেহেতু কোনো পৌর এলাকায় অবস্থিত নয় তাই তাদেরকে নিজেদের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে।
এ ব্যাপারে জেলা প্রশাসন অভিযান পরিচালনা করবে। সচেতনতা বৃদ্ধির জন্য প্রত্যেক কোম্পানিকে আলাদাভাবে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি। একই সাথে কারখানার ডাম্পিং স্থানে যাতে পানি না জমে যায় সেদিকেও দৃষ্টি দেয়ার আহ্বান জানান তিনি। মতবিনিময় সভায় বক্তৃতা করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. নূরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার এসএম ফজলুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব তারেক মোহাম্মদ জাকারিয়া, হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রথীন্দ্রচন্দ্র দেব, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মর্জিনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সামছুজ্জামান ও প্রেস ক্লাব সভাপতি হারুনুর রশীদ চৌধুরী প্রমুখ।
বিশেষ প্রতিনিধি (হবিগঞ্জ)
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D