সিলেট ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০২ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০১৯
সিলেটের দিনকাল ডেস্ক :: মশাবাহিত ডেঙ্গু জ্বরের কারণে রাজধানী ঢাকাসহ সারাদেশে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী, এখন পর্যন্ত অর্ধশতাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে। সিটি কর্পোরেশনের মশার ওষুধ কাজ করছে না। নতুন ওষুধ বিদেশ থেকে আনার ক্ষেত্রে সৃষ্টি হয়েছে দীর্ঘসূত্রিতার। এমতাবস্থায় এক ব্যক্তি তৈরি করেছেন এডিস মশার লার্ভা ধ্বংসকারী ওষুধ।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অ্যাডিশনাল সেক্রেটারি মাহবুব কবীর মিলন নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এডিস মশার লার্ভা ধ্বংসের ওষুধ তৈরির ব্যাপারটি শেয়ার করেছেন। তিনি লিখেছেন, ‘এক ভদ্রলোক নিজ প্রচেষ্টায় এডিস মশার লার্ভা ধ্বংস করার ঔষধ বানিয়ে আমার অফিসে এসে দেখালেন। তিনি জানালেন, এই ঔষধ ক্ষতিমুক্ত এবং মশার ডিম এবং লার্ভা ধংসে শতভাগ কার্যকরি।’ 
‘তিনি আমার টেবিলে তা পরীক্ষা করে দেখালেন। সাথে নিয়ে এসেছিলেন এক ডিব্বা ডিম এবং লার্ভা। গ্লাসে দেখা যাচ্ছে ঔষধ দেয়ার পর ৩ মিনিটের মধ্যেই লার্ভা মরে গেল। তার মতে মশা মারার চেয়ে বেশি দরকার ডিম এবং লার্ভা ধ্বংস করা। কারণ ডিম মাসের পর মাস থেকে যায় এবং তা থেকে লার্ভা, পিউপা হয়ে পূর্ণ মশায় পরিণত হয়।’
মাহবুব মিলন শেষে লিখেছেন, ‘তিনি সিটি কর্পোরেশনে গিয়েছিলেন তার এই ঔষধ নিয়ে। সেখান থেকে বলা হয়েছে নিজে থেকে তা বাজারজাত করতে। তারা কিছু করতে পারবেন না এ বিষয়ে।’
এমন নেতিবাচক খবরে ক্ষুব্ধ হয়েছেন সোশ্যাল সাইট ব্যবহারকারীরা। তারা মাহবুব মিলনের পোস্টে কমেন্ট করে জানতে চাইছেন, দেশের এমন জরুরি অবস্থায় যেখানে এডিস মশা ধ্বংসের উপায় খুঁজতে হয়রান হয়ে যাওয়ার কথা, সেখানে সিটি কর্পোরেশনের কাজটা কী? অন্য দেশ হলে যেখানে প্রতিটি উপায় লুফে নিয়ে পরীক্ষা করে দেখত, সেখানে আমাদের সিটি কর্পোরেশন পাত্তাই দিচ্ছে না! বাংলাদেশ দেখেই এমন অবহেলা সম্ভব বলে মন্তব্য করছেন অনেকে।
ভিডিও নিচের লিংকে
দেখুন ভিডিও :
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by ওয়েব নেষ্ট বিডি