২রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৮ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২০
স্পোর্টস ডেস্ক
নিউজিল্যান্ড সফরে প্রস্তুতি ম্যাচে অনবদ্য সেঞ্চুরি করেছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটসম্যান ড্যারেন ব্রাভো। তার সেঞ্চুরির সুবাদে তিন দিনের প্রস্তুতি ম্যাচে ড্র করে সফরকারী ক্যারিবীয়রা।
কুইন্সটনের জন ডেভিস ওভালে টস জিতে প্রথমে ব্যাটিং করে নিউজিল্যান্ড এ দল। আগে ব্যাটিংয়ে নেমে রচিন রবীন্দ্রর সঙ্গে উদ্বোধনী জুটিতে ৪৩ রান করে ফেরেন উইলি ইয়ং (২৭)।
এরপর তিনে ব্যাটিংয়ে নামা হেনরি নিকোলাসকে সঙ্গে নিয়ে ১৬০ রানের জুটি গড়েন নিউজিল্যান্ডের প্রথমশ্রেণির ক্রিকেটার রবীন্দ্র। এই জুটিতেই সেঞ্চুরি আর ফিফটি তুলে নেন রবীন্দ্র ও নিকোলাস।
ওয়ানডের স্টাইলে ব্যাটিং করেন জাতীয় দলের হয়ে ৮৭ ম্যাচ খেলা নিকোলাস। সাজঘরে ফেরার আগে ১০৮ বলে ৮টি চারের সাহায্যে তিনি করেন ৭৬ রান। দুর্দান্ত খেলে যাওয়া রবীন্দ্র ১৮৭ বলে ১০টি চার ও দুই ছক্কায় ১১২ রান করে আউট হন।
দলীয় ২২৭ রানে উইলি ইয়ং, হেনরি নিকোলাস ও রচিন রবীন্দ্রর বিদায়ের পর নিউজল্যান্ড এ দলের হাল ধরেন ডিভন কনওয়ে এবং জো কার্টার। তারা ৮১ রানের অনবদ্য জুটি গড়েন। তাদের জুটিতে ৩ উইকেটে ৩০৮ রান নিয়ে ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড এ দল। ৪৬ ও ৪১ রানে অপরাজিত থাকেন কনওয়ে ও কার্টার।
জবাবে ব্যাটিংয়ে নেমে দলীয় ৪ রানেই উইকেট হারান ক্যারিবীয় ওপেনার জন ক্যাম্পবেল। দ্বিতীয় উইকেটে ড্যারেন ব্রাভোর সঙ্গে ১১২ রানের জুটি গড়ে ফেরেন অন্য ওপেনার কার্লোস ব্রাথওয়েট। চার বাউন্ডারিতে ৪৭ রানে ফেরেন ব্রাথওয়েট।
এরপর তৃতীয় উইকেটে সামরাহ ব্রুকসকে সঙ্গে নিয়ে ১২২ রানের জুটি গড়েন ব্রাভো। এ জুটিতেই ২১৪ বলে ১৩টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ১৩৫ রান করে আউট হন ব্রাভো।
চতুর্থ উইকেটে অধিনায়ক রোস্টান চেজকে সঙ্গে নিয়ে ৭১ রানের জুটি গড়েন ব্রুকস। ১৫২ বলে ৮টি চারের সাহায্যে ৮০ রান করে ফেরেন সামারাহ ব্রুকস। ৭৬ বলে তিন চারে ৪২ রানে ফেরেন রোস্টন।
শেষদিকে জার্মেইন ব্লাকউড, শেন ডওরিচ, এনক্রুমা বোনার, জসু দা সিলভা ও রাহকিম কর্নওয়াল আসা-যাওয়ার মিছিলে অংশ নেয়ায় শেষ পর্যন্ত ৩৬৬ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।
৫৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে উইলি ইয়ংয়ের অনবদ্য ফিফটিতে ১ উইকেটে ১২৪ রান করে তিন দিনের প্রস্তুতি ম্যাচে ড্র করে স্বাগতিক নিউজিল্যান্ড এ দল।
আগামী শুক্রবার থেকে নিউজিল্যান্ডের মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হওয়ার মধ্য দিয়ে সফরের আনুষ্ঠানিকতা শুরু হবে ক্যারিবীয়দের। এরপর হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D