ঢাকায় আসছেন রোনালদো

প্রকাশিত: ১১:১৮ অপরাহ্ণ, মে ২১, ২০১৯

ঢাকায় আসছেন রোনালদো

স্পোর্টস ডেস্কঃঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঢাকায় আনা হতে পারে ফুটবল বিশ্বের মহাতারকা লিওনেল মেসি কিংবা ক্রিশ্চিয়ানো রোনালদোকে-এমন গুঞ্জন চলছে বেশ কিছু দিন ধরে। সেটাই শেষ পর্যন্ত সত্যি হলো। তবে মেসিক নয়, ঢাকায় আসছেন পর্তুগিজ তারকা রোনালদো।

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে ঢাকায় পর্তুগাল বনাম ইতালির একটি বন্ধুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ ম্যাচেই অংশ নেবেন রোনালদো।

গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহ।

এর আগে আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলসহ লিওনেল মেসির ঢাকায় আসার গুঞ্জন শোনা গিয়েছিল। গত ১১ এপ্রিল পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছিল।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী মোহাম্মাদ শাহরিয়ার আলম ও আর্জেন্টিনার নতুন রাষ্ট্রদূত ডেনিয়েল চোবুরুর (দিল্লিভিত্তিক) মধ্যে এক বৈঠকও হয়েছিল।

সিদি/২১মে ১৯/জুনেদ

  

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল