সিলেট আইডিয়াল কলেজে নবীনবরণ অনুষ্ঠিত
তারুণ্য নির্ভর আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সু-শিক্ষায় শিক্ষিত হতে হবে : প্রফেসর ড. মো: মাসুদুল হাসান

প্রকাশিত: ১২:৩২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২৫

<span style='color:#077D05;font-size:19px;'>সিলেট আইডিয়াল কলেজে নবীনবরণ অনুষ্ঠিত</span> <br/> তারুণ্য নির্ভর আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সু-শিক্ষায় শিক্ষিত হতে হবে : প্রফেসর ড. মো: মাসুদুল হাসান

প্রেস বিজ্ঞপ্তি : হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ (অব:) প্রফেসর ড. মো: মাসুদুল হাসান বলেছেন, তারুণ্য নির্ভর আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সু-শিক্ষায় শিক্ষিত হতে হবে। কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে নিজেকে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। জ্ঞান-বিজ্ঞানে অভিজ্ঞরাই আগামীর নেতৃত্ব দিবে। তিনি শ্রেণী কার্যক্রমের পাশাপাশি বহিবিশের জ্ঞানভান্ডার থেকে জ্ঞান আহরনের জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।

তিনি মঙ্গলবার দুপুরে নগরীর আখালিয়াস্থ সিলেট আইডিয়াল কলেজের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।সিলেট আইডিয়াল কলেজের চেয়ারম্যান অধ্যাপক নুরুর রহমান এর সভাপতিত্বে ও প্রভাষক সুব্রত দেবনাথ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহমুদ বিন আবদুল্লাহ, সহকারী অধ্যাপক খুররম আজাদ, সহকারী অধ্যাপক মোঃ শামসুদ্দোহা, সহাকরী অধ্যাপক রোকেয়া বেগম, প্রভাষক সাদিকুর রহমান, প্রভাষক দেওয়ান আছকির আলী, প্রভাষক আখলাকুল আসফিয়া, প্রভাষক জুয়েল আহমদ, প্রভাষক রেজাউল করিম, প্রভাষক মাহমুদা পারভীন ও সহকারী শিক্ষক নজরুল ইসলাম প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল