তিন মাসের মধ্যে জুড়ীকে পৌরসভা করার আশ্বাস দিলেন মন্ত্রী শাহাব উদ্দিন

প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২০

তিন মাসের মধ্যে জুড়ীকে পৌরসভা করার আশ্বাস দিলেন মন্ত্রী শাহাব উদ্দিন

সিলেটের দিনকাল ডেস্ক:
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলাকে পৌরসভা করার প্রস্তাব করলেন উপজেলা যুবলীগের সহ সভাপতি ও যুব নেতা আহমদ কামাল অহিদ। আর তাঁর এই প্রস্তাবে সাড়া দিয়ে আগামী তিন মাসের মধ্যে জুড়ীকে পৌরসভা করার আশ্বাস দিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আলহাজ্ব মোঃ শাহাব উদ্দিন এমপি।

সম্প্রতি জুড়ীতে জাঁকজমক, জমকালো ও ব্যাপক বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে উপমহাদেশের বৃহৎ ও প্রাচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জুড়ী উপজেলা ছাত্রলীগ ও কলেজ ছাত্রলীগের যৌথ আয়োজনে জুড়ী শিশু পার্ক মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের অন্যতম আয়োজক জুড়ী উপজেলা যুবলীগের সহ সভাপতি যুব নেতা আহমদ কামাল অহিদ। আহমদ কামাল অহিদ তার বক্তব্যও এক পর্যায়ে অনুষ্ঠানের প্রধান অতিথি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আলহাজ্ব মোঃ শাহাব উদ্দিন এমপির কাছে জুড়ীকে পৌরসভা করার দাবি জানান।

অপরদিকে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী শাহাব উদ্দিন এমপি তাঁর বক্তব্যে আহমদ কামাল অহিদের প্রস্তাবে সাড়া দিয়ে আগামী তিন মাসের মধ্যে জুড়ীকে পৌরসভা করার আশ্বাস দেন। মন্ত্রীর এই আশ্বাসে জুড়ী উপজেলার সর্বস্থরের মানুষ আনন্দিত হয়েছেন। অনুষ্ঠানে আসা একাধিক আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা বলেন, এই সুন্দর অনুষ্ঠান আহমদ কামাল অহিদের কারনে হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকর অনুষ্ঠানটি ঐতিহাসিক অনুষ্ঠানে রূপ দিতে অহিদ রাত দিন কাজ করে গেছেন। অহিদের প্রস্তাবে সাড়া দিয়ে মন্ত্রী জুড়ীকে পৌরসভা করার আশ্বাস দিলেন। যদি আগামী তিন মাসের মধ্যে জুড়ী পৌরসভা হয়ে যায়, তবে আহমদ কামাল অহিদ আরো একটি ইতিহাস রচনা করবেন।